উপদ্বীপটি তিনটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত: যেখানে এর বেশিরভাগ অংশ পেলোপনেস অঞ্চলের অন্তর্গত এবং ক্ষুদ্র কিছু অংশ পশ্চিম গ্রিস ও অ্যাট্টিকা অঞ্চলের অন্তর্গত রয়েছে।
২০১৬ সালে লোনলি প্ল্যানেট ইউরোপের দর্শনীয় স্থানগুলোর মধ্যে পেলোপনেসকে সেরা বলে নির্বাচিত করেছিল।[১]
ভূগোল
পেলোপনেস হলো একটি উপদ্বীপ যা ২১,৫৪৯.৬ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে বিস্তৃত হয়ে গ্রিসের মূল ভূখণ্ডের সর্ব দক্ষিণের অংশটুকু গঠন করেছে। ১৮৯৩ সালে কোরিন্থ খাল খননের সময় থেকে যদিও এই ভূখণ্ডটি নিয়মতান্ত্রিকভাবে অন্যান্য উপদ্বীপগুলোর মতো একটি দ্বীপ বলে বিবেচিত হতে পারে, যেগুলো কিনা তাদের মূল ভূখণ্ড থেকে মানব সৃষ্ট খালের মাধ্যমে পৃথক করা হয়েছিল; তা সত্ত্বেও এটাকে কখনো দ্বীপ বলে তেমন একটা উল্লেখ করা হয় না। গ্রিসের বাকি অংশের সাথে এই ভূখণ্ডের দুটি স্থল-সংযোগ আছে, একটি হলো প্রাকৃতিক যা কোরিন্থ স্থলসন্ধি নামে পরিচিত আর অপরটি হলো কৃত্রিম যা ২০০৪ সালে নির্মাণ সম্পন্ন হওয়া রিও-আন্তিরিও সেতু।
ইতিহাস
পুরাণ এবং প্রাচীন ইতিহাস
শাস্ত্রীয় পুরাকাল
মধ্যযুগ
বাইজেন্টাইন শাসনামল ও স্লাভিক বসতি স্থাপন
ফ্রাঙ্কিস শাসনামল ও বাইজেন্টাইন পুনর্দখল
উসমানীয় দখল, ভেনিসীয় শাসনামলের প্রারম্ভ এবং উসমানীয় সাম্রাজ্য কর্তৃক পুনর্দখল
বেশ কয়েকটি পেলোপনেসীয় মদের সুরক্ষিত উৎপত্তির উপাধি (POD) স্বীকৃতি রয়েছে। মান্তিনেইয়া অঞ্চলে মোস্কোফিলের জাতের আঙ্গুর হতে এক ধরনের সাদা মদ প্রস্তুত করা হয়ে থাকে, নেমেয়া মদ প্রস্তুতকারী অঞ্চল আঘিওরগিতিকো আঙ্গুর হতে লাল মদ তৈরী করার জন্য সুপরিচিত এবং পাট্রা শহরের আশেপাশের অঞ্চলে মাভ্রোদাফনি আঙ্গুর হতে পরিশোধিত লাল মদ প্রস্তুত করা হয়ে থাকে।
Bées, N. A.; Savvides, A. (১৯৯৩)। "Mora"। The encyclopaedia of Islam, v.7, MIF-NAZ: Prepared by a number of leading Orientalists ; ed. By C.E.Bosworth [et al.]। The Encyclopedia of Islam, New Edition, Volume VII: Mif–Naz। Leiden and New York: BRILL। পৃষ্ঠা 236–241। আইএসবিএন978-90-04-09419-2।
Birken, Andreas (১৯৭৬)। Die Provinzen des Osmanischen Reiches। Beihefte zum Tübinger Atlas des Vorderen Orients (German ভাষায়)। 13। Reichert। আইএসবিএন9783920153568।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)