পেপটাইড বন্ধন

পেপটাইড বন্ধন গঠন

একটি আলফা অ্যামিনো অ্যাসিডের কারবক্সি গ্রুপের সাথে আরেকটি আলফা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের ঘনীভবন বিক্রিয়ায় যে বিশেষ আমাইড বন্ধন সৃষ্টি হয় তা-ই পেপটাইড বন্ধন। প্রোটিনের ভিতরে অ্যামিনো অ্যাসিডরা এই বন্ধনেই আবদ্ধ থাকে।[]

রেসোনান্সের ফলে পেপটাইড বন্ধনে ৪০% দ্বিবন্ধন বৈশিষ্ট্য (৬০% একবন্ধন) আছে।

রেসোনান্সের ফলে পেপটাইড বন্ধন বন্ধনে ৪০% দ্বিবন্ধন বৈশিষ্ট্য (৬০% একবন্ধন) আছে

তথ্যসূত্র

  1. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides. Recommendations 1983"। European Journal of Biochemistry138 (1): 9–37। ১৯৮৪। আইএসএসএন 0014-2956ডিওআই:10.1111/j.1432-1033.1984.tb07877.xঅবাধে প্রবেশযোগ্যপিএমআইডি 6692818 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!