পিম্পরি চিঞ্চওয়াড়

পিম্পরি চিঞ্চওয়াড়
পিম্পরি চিঞ্চওয়াড় মহারাষ্ট্র-এ অবস্থিত
পিম্পরি চিঞ্চওয়াড়
মহারাষ্ট্র, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ১৮°২২′ উত্তর ৭৩°২৯′ পূর্ব / ১৮.৩৭° উত্তর ৭৩.৪৮° পূর্ব / 18.37; 73.48
সরকার
 • মেয়রযোগেশ ব্যাহেল
জনসংখ্যা (২০১১)
 • মোট১৭,২৯,৩২০
ওয়েবসাইটwww.pcmcindia.in
টেকজোন দূতাবাস, পিম্পরি চিঞ্চওয়াড়, পুনে

পিম্পরি চিঞ্চওয়াড় (মারাঠি: पिंपरी चिंचवड) ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণে জেলার একটি শহর ও পৌর কর্পোরেশনাধীন এলাকা।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে পিম্পরি চিঞ্চওয়াড় শহরের জনসংখ্যা হল ১,০০৬,৪১৭ জন।[] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।

এখানে সাক্ষরতার হার ৭৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯% এবং নারীদের মধ্যে এই হার ৬৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে পিম্পরি চিনচওয়াদ এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৪% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৩, ২০০৭ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!