পাহাড়তলী ডিগ্রি কলেজ চট্টগ্রামে অবস্থিত একটি স্নাতক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ১৯৬৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটিজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।কলেজটিতে বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা,মানবিক বিভাগে পড়ানো হয়।[১][২]
ইতিহাস
কলেজ ভবন
•মূল ভবন (দুইতলা বিশিষ্ট বৃহৎ এই ভবনে একই সাথে বিজ্ঞান,ব্যবসা,মানবিক,লাইব্রেরী,ল্যাব ও ডিগ্রি শাখার কিছু কার্যক্রম পরিচালিত হয়)
•আইসিটি ভবন (পাঁচ তলা বিশিষ্ট)
•বিজ্ঞান ভবন (তিনতলা বিশিষ্ট)
মাঠ
কলেজটিতে মূল ভবনের সামনে বড় একটি মাঠ রয়েছে।
কৃতি শিক্ষার্থী
অনুষদ ও বিভাগসমূহ
বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা,সমাজবিজ্ঞান অনুষদের প্রায় ১৩ টি বিষয়ে এখানে পড়ানো হয়ে থাকে।
উচ্চমাধ্যমিক
- বিজ্ঞান
- ব্যবসায় শিক্ষা
- মানবিক
স্নাতক(পাস)
- বিএ(পাস)
- বিএসএস(পাস)
- বিবিএস(পাস)
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ