জনাব জহিরুল ইসলাম জহির। বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন প্রাপ্ত। তিনি গত ৫ই জানুয়ারী ২০২২ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে, আগামী ৫ বছরের জন্য ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন হন।
উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৭,১৮৭ জন এবং মহিলা ১৮,৩০৯ জন। মোট পরিবার ৭,৫৪৩টি।[১]
শিক্ষা
জনশুমারি ও গৃহগণনা ২০২১ অনুযায়ী ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের সাক্ষরতার হার ৭০%।[১]
↑ কখগ"ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)