পবিত্র কর (জন্ম ১৭ জুন ১৯৪৯) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ১৮ মার্চ ২০১৩ সাল থেকে ত্রিপুরা বিধানসভার ১১ তম ডেপুটি স্পিকার ছিলেন। পাঁচ দশকের রাজনৈতিক কর্মজীবনে, কর ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) একজন সিনিয়র নেতা ছিলেন এবং ত্রিপুরা সরকারের একাধিক পোর্টফোলিও দখল করেছিলেন।[১][২] ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার আগে, কর ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ত্রিপুরার শিল্পমন্ত্রী ছিলেন। তিনি ত্রিপুরা শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (২০০৮-২০১৩) ছিলেন। তিনি নিজেকে একজন রাজনীতিবিদ, সমাজকর্মী এবং কৃষক হিসেবে বর্ণনা করেন।
প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন
কর একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রমোদ চন্দ্র কর এবং মা রাজলক্ষ্মী কর। তিনি আগরতলার এমবিবি কলেজে ভর্তি হন, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হন এবং ১৯৭১ সালে বিশুদ্ধ বিজ্ঞানে বিএসসি ডিগ্রি অর্জন করেন। কর রমা দাসের সাথে বিবাহিত এবং দুজনের একটি মেয়ে রয়েছে যে একজন যোগ্য প্রকৌশলী। ২০১৩ সালে, তিনি মাত্র ১০০০ ভোটে নির্বাচনে জয়ী হন। পরের বার সেখানে তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন বলে আশা করা হচ্ছিল। ২০১৯-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] বর্তমান ডেপুটি হলেন শ্রী বিশ্ববন্ধু সেন, ২১ জুন ২০১৮ থেকে [৩] তিনি ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত খয়েরপুর (ত্রিপুরা বিধানসভা কেন্দ্র) থেকে ত্রিপুরা বিধানসভার সদস্য ছিলেন।[৪][৫][৬] ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী রতন চক্রবর্তীর কাছে পরাজিত হন।[৭][৮]
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ