পঞ্চায়েত প্রধান একজন সিদ্ধান্ত গ্রহণকারী, যিনি ভারতের "গ্রাম সভা" নামক স্থানীয় স্বশাসনের গ্রামীণ স্তরের সাংবিধানিক সভা দ্বারা নির্বাচিত।[১] পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য নির্বাচিত পঞ্চায়েত সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ গঠিত হয়। পঞ্চায়েত প্রধান সরকারি আধিকারিক ও গ্রামের জনগণের মধ্যে যোগাযোগের প্রধান কেন্দ্র এবং তাঁর মেয়াদ পাঁচ বছর। রাজ্য ভেদে পঞ্চায়েত প্রধান বিভিন্ন নামে পরিচিত, যেমন: সরপঞ্চ, গ্রাম প্রধান, গ্রাম প্রমুখ, গ্রাম অধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েত প্রধান, গাঁও পঞ্চায়েত প্রধান ইত্যাদি।[২][৩]
বৈশিষ্ট্য
ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য বিভিন্ন রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত প্রধানের ক্ষমতা বিভিন্ন।[৪][৫]
যোগ্যতা ও মেয়াদ
কোনো পঞ্চায়েত প্রধানকে ভারতের নাগরিক হতে হবে এবং তাঁর ন্যূনতম বয়স ১৮ বছর।[৬][৭] তাঁর মেয়াদ পাঁচ বছর।[৮][৯]
মহিলাদের সংরক্ষণ
৭৩ তম সংবিধান সংশোধনীর অনুচ্ছেদ ২৪৩ডি(৩) অনুযায়ী সমগ্র ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রথার জন্য পঞ্চায়েতের এক-তৃতীয়াংশ আসন এবং পঞ্চায়েত সভাপতি পদের এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত।[১০][১১]:২৪ এই সংশোধনীর পরে বিভিন্ন রাজ্য-স্তরের আইন সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য পঞ্চায়েত পদের সংরক্ষণ নির্ধারণ করা হয়েছে।[১১]:৩২
আরও দেখুন
তথ্যসূত্র