নোহালী ইউনিয়নবাংলাদেশেররংপুর জেলারগংগাচড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২] এটি ৫৯.৮৫ বর্গ কিমি (২৩.১১ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৫,৩৪৫ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৭টি ও মৌজার সংখ্যা ৭টি।[৩]
নামকরণ ও ইতিহাস
ইউনিয়নে নোহালী নামক একটি মৌজা আছে। গ্রামের পাশ দিয়ে তিস্তা নদী প্রবাহিত ছিল। বর্তমানে গ্রামটি নদী গর্ভে বিলিন হয়েছে। এই গ্রামের সমস্ত কুয়ার পানি লাল বর্ণের ছিল। লোকজন তিস্তার বালুর মাধ্যমে পানি শোধন করে পানি ব্যবহারের উপযোগী করত। তারা বিশ্বাস করত এখানে লোহার খনি ছিল; তাই এই গ্রামের নাম লোহানী থেকে নোহালী হয়েছে। প্রাচীন কালে এই গ্রামের কৃষি উন্নতি বিখ্যাত ছিল। তাই পরবর্তীতে এই গ্রামের নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয়।[৪]
এখানে ৬টি ঈদগাহ ৬টি, ২টি কবরস্থান ২টি, ৫টি শ্মশান ৫টি, ২টি ক্লাব, ১টি ডাকঘর, ২টি আদর্শ গ্রাম, ১টি সাংস্কৃতিক সংগঠন ও ১টি পেশাজীবী সংগঠন ১টি আছে।
দর্শনীয় স্থান
দর্শনীয় স্থান হচ্ছে খোটামারী গোইং বাঁধ ও কচুয়া শিবমন্দির।
তথ্যসূত্র
↑"নোহলী ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
↑"Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।