নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯ (২০০৯ সনের ৫ নং আইন) |
---|
|
সূত্র | bdlaws.minlaw.gov.bd |
---|
কার্যকারী এলাকা | বাংলাদেশ |
---|
প্রণয়নকারী | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ |
---|
প্রণয়নকাল | ৯ মার্চ ২০০৮; ১৬ বছর আগে (2008-03-09) |
---|
অবস্থা: বলবৎ |
নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯ বাংলাদেশের সংবিধানের ১১৮ (৪) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে, একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নকল্পে প্রণীত একটি আইন। [১]
ইতিহাস
১৯৯১ সাল থেকে নির্বাচন কমিশনকে বিতর্কমুক্ত এবং শক্তিশালী করার কাজ শুরু হয়। ২০০৬ সালে অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের শুরুতে এই বিতর্ক আরও শক্তিশালী হয়। ভোটার তালিকা প্রণয়নের সময় ভোটারদের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করা হয় এবং আরও বলা হয় যে তৎকালীন ক্ষমতাসীন চার দলীয় জোট সরকারের প্রার্থীদের নির্বাচনে জয়ী করার জন্যই এটা করা হয়েছে। এরফলে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হয়।
২০০৮ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী ও কার্যকর করার অংশ হিসেবে একটি অধ্যাদেশ প্রণয়ন করে। অধ্যাদেশের শিরোনাম ছিল নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ, ২০০৮ (অধ্যাদেশ নং ৫, ২০০৮)।
২০০৮ সালের পর, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বাংলাদেশ সংবিধান অনুযায়ী এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করে। ২০০৯ সালের ২৪ জানুয়ারি আইনটি চূড়ান্ত আকারে গেজেটে প্রকাশিত হয়। আইনটি ২০০৮ সালের ৯ মার্চ থেকে কার্যকর করা হয়েছিল। ঐ তারিখেই তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশটি জারী করেছিলো। [২]
ধারা
এই আইনের ২০টি ধারা রয়েছে:
- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
- সংজ্ঞা
- নির্বাচন কমিশন সচিবালয়
- নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব
- নির্বাচন কমিশন সচিবালয়ের নিয়ন্ত্রণ
- নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যপদ্ধতি
- সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয়
- নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা
- নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ
- রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচন কমিশনকে অন্যান্য প্রয়োজনীয় কর্মচারী প্রদান
- কর্মকর্তা ও কর্মচারীগণের চাকুরীর সাধারণ শর্তাবলী
- বেতন, ইত্যাদি সম্পর্কে বিধান
- শৃংখলামূলক ব্যবস্থা
- সচিবের প্রশাসনিক দায়িত্ব
- নির্বাচন কমিশন সচিবালয়ের সহিত যোগাযোগ
- অর্থ ব্যয়
- নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামো
- অবগতিমূলক কর্মসূচী
- বিধি প্রণয়নের ক্ষমতা
- রহিতকরণ ও হেফাজত
আরও দেখুন
তথ্যসূত্র