নাসির উদ্দিন খান |
---|
জন্ম | নাসির উদ্দিন খান (1972-11-21) ২১ নভেম্বর ১৯৭২ (বয়স ৫২)
|
---|
জাতীয়তা | বাংলাদেশী |
---|
পেশা | অভিনেতা |
---|
কর্মজীবন | ১৯৯৫–বর্তমান |
---|
নাসির উদ্দিন খান হলেন একজন বাংলাদেশী অভিনেতা। তিনি সিন্ডিকেটে অ্যালেন স্বপন চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[১] তিনি মহানগর এবং তাকদীরের মতো সমালোচিত প্রশংসিত ধারাবাহিকেও অভিনয় করেছেন ।
প্রারম্ভিক জীবন
নাসির উদ্দিন খান চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মনু মিয়া শোরদার এবং মায়ের নাম আম্বিয়া খাতুন।[২]
কর্মজীবন
তিনি ১৯৯৫ সালে চট্টগ্রামে একজন নাট্য শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন এবং তিনি ২০১৫ সাল পর্যন্ত থিয়েটারে অভিনয় চালিয়ে যান। ২০১৬ সালে, তিনি চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করার জন্য ঢাকায় চলে আসেন। ২০২০ সালে, তিনি তাকদীরের মাধ্যমে তার ওটিটি আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু মহানগরে কায়সারের চরিত্রে অভিনয় করে তিনি একটি বড় সাফল্য পেয়েছেন।[৩] ২০২২ সালে, তিনি হাওয়াতে অভিনয় করেছিলেন।[৪]
চলচ্চিত্রের তালিকা
চলচ্চিত্র
বছর
|
শিরোনাম
|
ভূমিকা
|
পরিচালক
|
মন্তব্য
|
২০১৯
|
ন ডরাই
|
আয়েশার স্বামী
|
|
|
২০২১
|
খাচর ভিতর অচিন পাখি
|
|
|
একটি চরকি ওয়েব ফিল্ম
|
২০২২
|
রেডরুম
|
ইকরাম
|
|
একটি চরকি ওয়েব ফিল্ম
|
পরাণ
|
শপন
|
|
|
হাওয়া
|
নাগু
|
|
|
দামাল
|
ফুটবল প্রশিক্ষক
|
|
|
মেড ইন চট্টগ্রাম
|
|
|
চট্টগ্রামী ভাষার চলচ্চিত্র
|
২০২৩
|
ফ্রাইডে
|
পকাত
|
|
বিঞ্জ মৌলিক চলচ্চিত্র
|
প্রহেলিকা
|
জামশেদ
|
|
[৫]
|
বলী
|
ইকবাল হোসাইন চৌধুরী
|
|
২০২৩ সালে বুসানে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়
|
২০২৪
|
পাতালঘর
|
|
|
চরকি ওয়েব চলচ্চিত্র
|
ওমর
|
বদি
|
মোস্তফা কামাল রাজ
|
|
৮৪০
|
মেয়র ডাবলু
|
মোস্তফা সরয়ার ফারুকী
|
|
টিবিএ
|
পটল ঘড় †
|
টিবিএ
|
|
পোস্ট-প্রোডাকশনে
|
টিবিএ
|
মানুষের বাগান †
|
টিবিএ
|
|
পোস্ট-প্রোডাকশনে
|
টিবিএ
|
আলগা নোঙ্গর †
|
টিবিএ
|
|
সম্পন্ন
|
ওয়েব সিরিজ এবং টেলিভিশন
পুরস্কার ও মনোনয়ন
- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ
|
বিভাগ
|
মনোনীত কর্ম
|
ফলাফল
|
সূত্র
|
২১ অক্টোবর ২০২৩
|
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী
|
সিন্ডিকেট
|
বিজয়ী
|
[৬]
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ