নাসিরাবাদ (نصِیر آباد) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেন্দ্রীয় অঞ্চলের পশ্চিমে অবস্থিত একটি অন্যতম জেলা।নাসিরাবাদের সদর দপ্তর ডেরা মুরাদ জামালিতে অবস্থান করছে।তবে আগে বাংলাদেশের ময়মনসিংহ জেলার নামও নাসিরাবাদ ছিল।
প্রশাসনিক বিভাগ
জেলাটি প্রশাসনিকভাবে ৪টি তহসিলে বিভক্ত, নিম্নে আলোচিত হল:[২]
- ডেরা মুরাদ জামালী (জেলা সদর)
- চত্তর
- তামবু
- বাবা কোট
জনসংখ্যার উপাত্ত
১৯৯৮ সালের আদমশুমারি হিসাব অনুযায়ী জেলাটিতে জনসংখ্যা ছিল প্রায় ২৪৬,০০০ জন এর মত। প্রধান ধর্ম হচ্ছে ইসলাম, যার মধ্যে প্রায় ৯৯% অধিবাসীই মুসলিম, ১৯৯৮ সালের প্রতিবেদন অনুযায়ী করা প্রথম প্রধান ভাষা হিসেবে ছিল বেলুচি (৫৫%), সিন্ধি (৩১%) এবং সরাইকি (৬.১%)। ব্রাহুই ভাষায় অনেকে কথা বলে থাকেন।
তথ্যসূত্র
গ্রন্থপঞ্জি
- 1998 District census report of Nasirabad। Census publication। 26। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৯৯।
বহিঃসংযোগ