নতুন বউ আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ১৯৮৩ সালের পারিবারিক-নাট্য চলচ্চিত্র। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন কাজী জহির এবং সংলাপ লিখেছেন জিয়া আনসারী। চিত্রা জহির প্রযোজিত ও কাজী জহির নিবেদিত চলচ্চিত্রটি পরিবেশনা করেছে চিত্রা ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন ববিতা, সুবর্ণা মুস্তাফা, আফজল হোসেন, রাইসুল ইসলাম আসাদ।[১]
চলচ্চিত্রটি ১৯৮৩ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পায়।[২] এই ছবিতে অভিনয়ের জন্য সুবর্ণা মুস্তাফা ৮ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।[৩]
কাহিনী সংক্ষেপ
প্রেম, নৈতিকতা ও পারিবারিক সুসম্পর্কের গল্প।
কুশীলব
সঙ্গীত
নতুন বউ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আজাদ রহমান। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার ও আহমদ জামান চৌধুরী। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ও নিয়াজ মোহাম্মদ চৌধুরী।
গানের তালিকা
সম্মাননা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
তথ্যসূত্র
বহিঃসংযোগ
টেমপ্লেট:আব্দুল লতিফ বাচ্চু