নতুন বউ

নতুন বউ
পরিচালকআব্দুল লতিফ বাচ্চু
প্রযোজকচিত্রা জহির
রচয়িতাজিয়া আনসারী (সংলাপ)
চিত্রনাট্যকারকাজী জহির
কাহিনিকারকাজী জহির
শ্রেষ্ঠাংশে
সুরকারআজাদ রহমান
চিত্রগ্রাহকআব্দুল লতিফ বাচ্চু
সম্পাদকদেবনাথ মজুমদার
প্রযোজনা
কোম্পানি
চিত্রকথা
পরিবেশকচিত্রা ফিল্মস
মুক্তি৪ ফেব্রুয়ারি ১৯৮৩ (1983-02-04)
স্থিতিকাল১৫২ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

নতুন বউ আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ১৯৮৩ সালের পারিবারিক-নাট্য চলচ্চিত্র। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন কাজী জহির এবং সংলাপ লিখেছেন জিয়া আনসারীচিত্রা জহির প্রযোজিত ও কাজী জহির নিবেদিত চলচ্চিত্রটি পরিবেশনা করেছে চিত্রা ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন ববিতা, সুবর্ণা মুস্তাফা, আফজল হোসেন, রাইসুল ইসলাম আসাদ[]

চলচ্চিত্রটি ১৯৮৩ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পায়।[] এই ছবিতে অভিনয়ের জন্য সুবর্ণা মুস্তাফা ৮ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।[]

কাহিনী সংক্ষেপ

প্রেম, নৈতিকতা ও পারিবারিক সুসম্পর্কের গল্প।

কুশীলব

সঙ্গীত

নতুন বউ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আজাদ রহমান। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ারআহমদ জামান চৌধুরী। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লানিয়াজ মোহাম্মদ চৌধুরী

গানের তালিকা

নং.শিরোনামরচয়িতাকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."হৃদয়ের অ্যানাটমি করতে শেখো"আহমদ জামান চৌধুরীরুনা লায়লা৩:৫৮
২."আমি কপালে পড়েছি স্বামীর সহাগের চন্দন"গাজী মাজহারুল আনোয়ারসাবিনা ইয়াসমিন২:৫৮
৩."ও পদ্মা নদী একটু যদি সদয় হতো"গাজী মাজহারুল আনোয়ারনিয়াজ মোহাম্মদ চৌধুরী৪:২৮

সম্মাননা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

  1. "৩২ বছর পর একসঙ্গে চলচ্চিত্রে আসাদ-সুবর্ণা"দৈনিক ইনকিলাব। ১৭ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭ 
  2. "নতুন বউ (১৯৮৩)"বাংলা মুভি ডেটাবেজ। ১২ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭ 
  3. "হারানো দিনের ছবিতে সুবর্ণা মুস্তাফা"দ্য রিপোর্ট। ২ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭ 
  4. মঈনুদ্দীন, অভি (২ ডিসেম্বর ২০১৬)। "সুবর্ণার নতুন চলচ্চিত্র"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭ 
  5. উল্লাহ, মাহমুদ (২২ ডিসেম্বর ২০১৬)। "আবার চলচ্চিত্রে সক্রিয় সুবর্ণা"ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:আব্দুল লতিফ বাচ্চু

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!