ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু (জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯৪৮) তবে এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নামেই বেশি পরিচিত, বাংলাদেশের বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ৫ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১]
জন্ম ও শিক্ষাজীবন
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার গভ: হাইস্কুল সড়ক এলাকায়। তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
পেশায় আইনজীবী ধীরেন্দ্র দেবনাথ রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তথ্যসূত্র
- ↑ বরগুনা-১, ধীরেন্দ্র দেবনাথ শমভু। "Constituency 109_10th_Bn"। www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৯।
বহিঃসংযোগ