দ্রাও কুমার রিয়াং

দ্রাও কুমার রিয়াং
ত্রিপুরা বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
৯ মার্চ ১৯৭৭ – ১৯৮৩
উত্তরসূরীশ্যামা চরণ ত্রিপুরা
নির্বাচনী এলাকাশান্তিবাজার
ত্রিপুরা বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯৩
উত্তরসূরীলেনপ্রসাদ মালসাই
নির্বাচনী এলাকাকাঞ্চনপুর
ব্যক্তিগত বিবরণ
জন্মত্রিপুরা, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দল
সন্তানফিলিপ কুমার রেয়াং
প্রাক্তন শিক্ষার্থী

দ্রাও কুমার রিয়াং ছিলেন ত্রিপুরার একজন টিপরা - ভারতীয় রাজনীতিবিদ। তিনি ১৯৭৬ সালে সান্তিরবাজার প্রতিনিধিত্ব করে আইনসভার সদস্য (এমএলএ) হিসাবে নির্বাচনে জয়লাভ করেন।[][] এছাড়াও তিনি ১৯৮৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন।[]

তিনি ত্রিপুরা [] যুব সমিতির একজন [] নেতা ছিলেন। []

তথ্যসূত্র

  1. "Tripura Assembly Election Results in 1977"Election India। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০১ 
  2. "List of all MLA from Santirbazar Assembly Constituency Seat Tripura"Result University। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০১ 
  3. "List of all MLA from Kanchanpur Assembly Constituency Seat(Tripura)"Result University। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০১ 
  4. Subir Bhaumik (১৯৯৬)। Insurgent Crossfire: North-east India। Lancer Publications। পৃষ্ঠা 137। আইএসবিএন 1-897829-12-4 
  5. Hamlet Bareh (২০০১)। Encyclopaedia of North-East India: Tripura। Mittal Publications। পৃষ্ঠা 124। আইএসবিএন 81-7099-787-9 
  6. Dey, Tapas। "Journey through 50 years of Tripura based first tribal based party:TUJS-INPT"The Northeast Today। ২০২৩-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!