দেশবন্ধু চিনি কল লিমিটেড

দেশবন্ধু চিনি কল লিমিটেড
Deshbandhu Sugar Mills Limited
স্থানীয় নাম
দেশবন্ধু সুগার মিলস
ধরনবেসরকারি
শিল্পচিনি শিল্প
সার শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৩২; ৯৩ বছর আগে (1932)
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
মোঃ গোলাম মোস্তফা, চেয়ারম্যান
পণ্যসমূহচিনি, জৈব সার, চিটাগুড়, মন্ড
মালিকদেশবন্ধু গ্রুপ
ওয়েবসাইটdbg.com.bd

দেশবন্ধু চিনি কল লিমিটেড বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান।[][]

অবস্থান

বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[]

ইতিহাস

১৯৩২ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে;[] তবে ২০০২ সাল হতে এটি ব্যক্তি-মালিকানায় পরিচালিত হচ্ছে।[]

অবকাঠামো

এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভবনের সমন্বয়ে গঠিত।

উৎপাদন ক্ষমতা

এই মিলটি আমদানীকৃত র' সুগার থেকে দৈনিক ৫০০ মে. টন এবং বার্ষিক ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন পরিশোধিত চিনি উৎপাদনে সক্ষম।[][]

উৎপাদিত পণ্য

এছাড়াও, চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড অন্যতম উপজাত-দ্রব্য।

এছাড়াও, দেশবন্ধু সুগার মিলস বিদেশ থেকে অপরিশোধিত চিনি ('র সুগার) আমদানী করে তা পরিশোধন (রিফাইন্ড) করে প্যাকেটজাত করার মাধ্যমে বাজারজাত করে থাকে এবং স্থানীয় চাহিদার ৮ শতাংশ এককভাবে পূর্ণ করে।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "পলাশের দেশবন্ধু চিনি কলের ৪৮ কোটি টাকার চিনি অবিক্রিত"দৈনিক সংগ্রাম। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫ 
  2. "বাজারে অস্থিতিশীলতা রোধে চিনি আমদানিতে কোটা"দৈনিক বণিক বার্তা, ২৫ মার্চ ২০১৫। ২০১৫-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৫ 
  3. "বিএসএফআইসি-এর গঠন ইতিহাস"বিএসএফআইসি, ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫ 
  4. "এক যুগেও দলিল হয়নি"দৈনিক আলোকিত বাংলাদেশ, ১১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "রফতানি অথবা ভর্তুকি নইলে উৎপাদন বন্ধ!"দৈনিক ডেসটিনি। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫ 
  6. "রমজানে চিনির দাম বাড়ানোর পাঁয়তারা"দৈনিক আলোকিত বাংলাদেশ, ০২ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহি:সংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!