দুলাভাই জিন্দাবাদ |
---|
|
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
---|
প্রযোজক | মোঃ নাদির খান |
---|
রচয়িতা | আব্দুল্লাহ জহির বাবু |
---|
কাহিনিকার | মোঃ নাদির খান |
---|
শ্রেষ্ঠাংশে |
|
---|
সুরকার | ইমন সাহা ইমরান কবির বকুল বেলাল খান |
---|
চিত্রগ্রাহক | ইস্তফা রহমান |
---|
সম্পাদক | শহিদুল হক |
---|
প্রযোজনা কোম্পানি | রাজেস ফিল্মস |
---|
মুক্তি | ২০ অক্টোবর, ২০১৭ |
---|
দেশ | বাংলাদেশ |
---|
ভাষা | বাংলা |
---|
নির্মাণব্যয় | ১ কোটি ১০ লাখ টাকা |
---|
দুলাভাই জিন্দাবাদ ২০১৭ সালে মুক্তি পাওয়া বাংলাদেশী চলচ্চিত্র।[১] এটি পারিবারিক একশ্যানধর্মী চলচ্চিত্র। লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। চলচ্চিত্রটির প্রধান শিল্পীরা হলেন মৌসুমী, মিম, বাপ্পী ও মনোয়ার হোসেন ডিপজল।[২][৩] চলচ্চিত্রটি প্রযোজনা করেন রাজেশ ফিল্মসের ব্যানারে মোঃ নাদির খান।[৪][৫][৬][৭][৮][৯]
অভিনয়ে
সংগীত
|
|
১. | "দুলাভাই জিন্দাবাদ" | কবির বকুল | ইমন সাহা | মনির খান, সামিনা চৌধুরী, দিনাত জাহান মুন্নি | |
২. | "আমি ভানগাড়ীওয়ালা" | কবির বকুল | কবির বকুল | মনির খান | |
৩. | "তোমার মত এমন মানুষ" | রবিউল ইসলাম জীবন | বেলাল খান | বেলাল খান, ঐশী | |
৪. | "মন জানে তুই ছারা কি একা লাগে" | ফয়সাল রাব্বিকিন | ইমরান | ইমরান, কনা | |
নির্মাণ নেপথ্য
১৬ ফেব্রুয়ারি ২০১৭ বিএফডিসিতে মহরতের মাধ্যমের ছবিটির আনুষ্ঠানিক কাজ শুরু হয়।[১৩] ১৩ জুলাই ২০১৭ সাভারে ডিপজলের বাড়িতে ছবির কয়েকটি দৃশ্য ধারণ শেষে ছবিটির কাজ শেষ করা হয়।[১৪] ২৯ আগস্ট ২০১৬ বিনা কর্তনে ছাড়পত্র পায় ছবিটি।[১৫][১৬] ২৭ সেপ্টেম্বর ২০১৭ তে ইউটিউবে ট্রেলার প্রকাশ পায়।
মুক্তি
দুলাভাই জিন্দাবাদ ছবিটি ২০ অক্টোবর ২০১৭ তারিখে ১২৮ টি সিনেমা হলে মুক্তি পায়।[১৭]
মূল্যায়ন
দুলাভাই জিন্দাবাদ' সিনেমাগুলো তাদের উদ্দেশ্যই বানানো হয় যারা হলের রেগুলার দর্শক। যারা প্রতি শুক্রবার এলেই প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে আসেন। যেসব দর্শক বছরে বা দুই বছরে একবার সিনেমা হলে আসেন তাদের জন্য এই সিনেমা নয়। যারা হলের রেগুলার দর্শক তাদের পছন্দকেই হল মালিকেরা প্রাধান্য দিয়ে থাকেন এবং সেটাই স্বাভাবিক।
— নন্দিতা সিনেমা হল, সিলেট
‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমার ট্রেলার দেখে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ নেতিবাচক মন্তব্য করছেন। তাদের মতে, ২০১৭ সালে এসে এমন সিনেমা বানানোর মানে হয় না। তার উত্তর দিয়েছে সিলেটের নন্দিতা সিনেমা হল কর্তৃপক্ষ।[১৮]
তথ্যসূত্র
বহিঃসংযোগ