এই স্টেশনের রেলপথটি ১,৬৭৬ এমএম (৫ ফুট ৬ ইঞ্চি) চওড়া ব্রডগেজ রেলপথ।এই রেলপথটি স্টেশনকে রেলপথের দুই প্রান্তীক বা টার্মিনাল, ঝাড়খণ্ডের জাহিডিহ ও পশ্চিমবঙ্গ-এর বীরভূম জেলাররামপুরহাট রেল স্টেশনকে যুক্ত করেছে।
ইতিহাস
দুমকা রেল স্টেশন ২০১১ সালে চালু হয়।
সেই সময় ১২ জুলাই ২০১১ সালে জাসিডিহ-দুমকা রেলপথ চালু হয়।[১] ১৯৯৭-৯৮ সালে রেলপথটি নির্মাণের অনুমোদন দেওয়া হলেও ২০০২ সালের পরে ভূমি অধিগ্রহণ কাজ শুরু হয় এবং ২০০৭ সাল থেকে বড় ধরনের নির্মাণ কাজ শুরু হয়। ১২ ডিসেম্বর ২০১০ তারিখে প্রথম মালবাহী ট্রেন দুমিকাতে এসেছিল। ২৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে দুমকা ও রাঁচির মধ্যে প্রথম আন্তঃনগর এক্সপ্রেস চালু হয়। এটা বৃহস্পতিবার এবং রবিবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন চালানো হয় এই এক্সপ্রেস ট্রেনটিকে।
দুমকা থেকে রামপুরহাট পর্যন্ত রেল ট্র্যাক নির্মাণ ২০১৫ সালের প্রথম দিকে সম্পন্ন হয়েছিল এবং ৪ জুন ২০১৫ তে যাত্রা শুরু করে যখন একটি যাত্রী ট্রেন দুমিকা থেকে রামপুরহাট পর্যন্ত যাত্রা শুরু করে। [২] এই রেলপথের ফলে পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে বেশ কিছু নতুন সংযোগ এখন সম্ভব হবে।
দুমকা মাধ্যমে রেললাইন লাইনটি জাসিদিহ ও রামপুরহাটের মধ্যবর্তী দূরত্ব হবে ১৪০ কিলোমিটার যা আসানসোলের মধ্য দিয়ে দূরত্ব ২৭০ কিলোমিটারের থেকে অনেক কম।