ভবনটি চট্টগ্রামের চকবাজারে কলেজ রোডের পাশের পাহাড়ের চূড়ায় অবস্থিত। ভবনটি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ক্যাম্পাসের পশ্চিমাংশে অবস্থিত। কলেজের বাণিজ্য ভবন ও মূল ক্যাম্পাস দিয়ে ভবনটিতে যাওয়া যায়। প্রধান ফটক দিয়ে পাহাড় বেয়ে কিছুদূর যাওয়ার পর প্রসস্থ সিঁড়ি। সিঁড়ি বেয়ে উঠতেই দেখা যাবে দু’দিকে বিশাল আকৃতির দু’টি গম্বুজ নিয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী এ ভবনটি।