| এই নিবন্ধে অপর্যাপ্ত তথ্য রয়েছে অনেকেই নিবন্ধটির বিষয়বস্তু সম্পর্কে অপরিচিত। দয়া করে উইকিপিডিয়ার রচনাশৈলি অনুসারে, নিবন্ধটির উন্নয়নে অংশ নিন। (সেপ্টেম্বর ২০১৮) |
হিমু বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় ও কাল্পনিক চরিত্র।[১]
[২] নব্বই দশকে হিমুর প্রথম উপন্যাস ময়ূরাক্ষী প্রকাশিত হয়। [৩] প্রাথমিক সাফল্যের পর হিমু চরিত্র বিচ্ছিন্নভাবে হুমায়ুন আহমেদের বিভিন্ন উপন্যাসে প্রকাশিত হতে থাকে। হিমু ধারাবাহিকের দ্বিতীয় উপন্যাস হল দরজার ওপাশে।
চরিত্রসমূহ
- হিমু
- মোবারক হোসেন - বাংলাদেশ সরকারের মন্ত্রী , কাহিনীচক্রে তিনি মন্ত্রিত্ব হারান।
- রফিক - হিমুর বন্ধু , চাকরি রক্ষার ব্যবস্থা করার জন্য হিমুকে অনুরোধ করে।
- মোহাম্মদ সিরাজুল করিম - পুলিশের ওসি পদে কর্মরত , তার স্ত্রী রানু মৃত্যুপথযাত্রী।
- যূথী - রফিকের স্ত্রী।
- জহির - মোবারক হোসেনের পুত্র , ঘর পালাবার রোগ আছে , হিমুর এককালীন বন্ধু।
- ছোট মামা (হিমুর)।
তাছাড়া হিমু ধারাবাহিকের নিয়মিত চরিত্র , বড় ফুপা , বড় ফুপু এবং বাদল এই উপন্যাসে উপস্থিত ছিলেন।
কাহিনীসংক্ষেপ
হিমুর বন্ধু রফিককে চাকরি থেকে বরখাস্ত করা হবে। চাকরি রক্ষা করতে রফিক হিমুর কাছে আসে। হিমুর এক বন্ধু জহির, তার পিতা একজন মন্ত্রী, হিমু ঠিক করে তার কাছেই যেতে হবে। এজন্য প্রথমে সে মন্ত্রীর নজর কাড়ার ব্যবস্থা করে। যা থেকে বহু ঘটনা জন্ম নেয়।
আরও দেখুন
তথ্যসূত্র
|
---|
সাহিত্যকর্ম | সমকালীন উপন্যাস | |
---|
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস | |
---|
| |
---|
| |
---|
| |
---|
বিজ্ঞান কল্পকাহিনী | |
---|
আত্মজীবনী ও স্মৃতিকথা | |
---|
|
---|
চলচ্চিত্র | |
---|
নাটক | |
---|
অন্যান্য | |
---|
সৃষ্ঠ চরিত্র | |
---|
স্থান | |
---|
পরিবার | |
---|
|
বহিঃসংযোগ