দঁতাল হাতীর উঁ খোয়া হাওদা হচ্ছে মামণি রয়সম গোস্বামীর একটি উল্লেখযোগ্য উপন্যাস। এই উপন্যাসটির জন্য তিনি ১৯৮৮ সালে অসম সাহিত্য সভার পুরস্কার লাভ করেন। এই উপন্যাসটির প্রেক্ষাপট হল দক্ষিণ কামরূপের আমরঙা সত্র এবং সত্রক কেন্দ্র করে গড়ে ওঠা সমাজ।[১] মামণি রয়সম গোস্বামী উপন্যাসটি কামরূপীয়া ঠাচের অসমীয়া ভাষায় রচনা করেছে। তিনি সত্রের অধিকার গোসাঁইর ঘরটিকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনী নির্মাণ করেছেন। এতে দ্বিতীয় মহাযুদ্ধর শেষের দিকের পরিবেশে আধুনিকতার প্রবেশে ভেঙে পড়তে আরম্ভ করা সামাজিক গোড়ামীর একটি চিত্র চিত্রায়িত করা হয়েছে। এই উপন্যাসটি তিনি নিজেই ইংরাজীতেও অনুবাদ করেছেন।[১]
অনুবাদ
দঁতাল হাতীর উঁ খোয়া হাওদা উপন্যাসটি নিজেই ইংরাজীতেও অনুবাদ করা হয়েছে। তিনিই ইংরাজীতে এই উপন্যাসটির অনুবাদ করেন। বইটির মুখবন্ধে তিনি লিখেছেন -"....লেখক নিজে অনুবাদ না করে অন্য ব্যক্তির করতে মুশকিল হয়। অসমীয়া ভাষার কামরূপী ঠাচ বোঝা মানুষ খুব কমই আছেন। তদুপরি ভাষাটির কয়েকটি শব্দের প্রচলনও আজকাল উঠে গেছে।"[২]
তথ্যসূত্র