দঁতাল হাতীর উঁয়ে খোয়া হাওদা

দঁতাল হাতীর উঁ খোয়া হাওদা
লেখকমামণি রয়সম গোস্বামী
দেশ India
ভাষাঅসমীয়া ভাষা
পুরস্কারসমূহঅসম সাহিত্য সভার পুরস্কার
পূর্ববর্তী বইমামরে ধরা তরোবাল 
পরবর্তী বইবুদ্ধ সাগর ধূসর গাইসা এবং মহম্মদ নুছা 

দঁতাল হাতীর উঁ খোয়া হাওদা হচ্ছে মামণি রয়সম গোস্বামীর একটি উল্লেখযোগ্য উপন্যাস। এই উপন্যাসটির জন্য তিনি ১৯৮৮ সালে অসম সাহিত্য সভার পুরস্কার লাভ করেন। এই উপন্যাসটির প্রেক্ষাপট হল দক্ষিণ কামরূপের আমরঙা সত্র এবং সত্রক কেন্দ্র করে গড়ে ওঠা সমাজ।[] মামণি রয়সম গোস্বামী উপন্যাসটি কামরূপীয়া ঠাচের অসমীয়া ভাষায় রচনা করেছে। তিনি সত্রের অধিকার গোসাঁইর ঘরটিকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনী নির্মাণ করেছেন। এতে দ্বিতীয় মহাযুদ্ধর শেষের দিকের পরিবেশে আধুনিকতার প্রবেশে ভেঙে পড়তে আরম্ভ করা সামাজিক গোড়ামীর একটি চিত্র চিত্রায়িত করা হয়েছে। এই উপন্যাসটি তিনি নিজেই ইংরাজীতেও অনুবাদ করেছেন।[]

অনুবাদ

দঁতাল হাতীর উঁ খোয়া হাওদা উপন্যাসটি নিজেই ইংরাজীতেও অনুবাদ করা হয়েছে। তিনিই ইংরাজীতে এই উপন্যাসটির অনুবাদ করেন। বইটির মুখবন্ধে তিনি লিখেছেন -"....লেখক নিজে অনুবাদ না করে অন্য ব্যক্তির করতে মুশকিল হয়। অসমীয়া ভাষার কামরূপী ঠাচ বোঝা মানুষ খুব কমই আছেন। তদুপরি ভাষাটির কয়েকটি শব্দের প্রচলনও আজকাল উঠে গেছে।"[]

তথ্যসূত্র

  1. অরবিন্দ রাজখোয়া (২০১১)। "কদর্য জীবনের মধ্যে মানবতার সন্ধান - মামণি রয়সম গোস্বামীর উপন্যাস"। দৈনিক জনমভূমি: ৭ পৃষ্ঠা।  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. A masterpiece re-launched; By A.J. Thomas; ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ এপ্রিল ২০০৫ তারিখে 7 Nov 2004; Retrieved 1/12/2011

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!