ত্রিপুরা পুলিশ

ত্রিপুরা পুলিশ
{{{logocaption}}}
প্রচলিত নামত্রিপুরা পুলিশ
সংক্ষেপTP
নীতিবাক্যসেবা, বীরতা, মিত্রতা
সেবা, সাহস, বন্ধুত্ব
সংস্থা পরিদর্শন
প্রতিষ্ঠাকাল১৯৬৫
কর্মচারী২৮,০৩১
অঞ্চল কাঠামো
পরিচালনার অঞ্চলত্রিপুরা,  ভারত
ত্রিপুরা পুলিশের এখতিয়ারভুক্ত এলাকা
আয়তন১০,৪৯২ বর্গকিলোমিটার (৪,০৫১ বর্গমাইল)
জনসংখ্যা৩৬০,৭৪০
সাধারণ প্রকৃতি
পরিচালনামূলক কাঠামো
কর্তৃক পর্যালোচনাকৃতত্রিপুরা সরকার
প্রধান কার্যালয়ফায়ার ব্রিগেড চৌমুহনী আগরতলা
সংস্থার কার্যনির্বাহক
মাতৃ-সংস্থাTripura Police
Law enforcementHeadquarter of Tripura Police
সুবিধা-সুযোগ
কর্মকেন্দ্র৬৫
ওয়েবসাইট
tripurapolice.nic.in
ত্রিপুরা পুলিশ

ত্রিপুরা পুলিশ হল ত্রিপুরা রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা যা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে পুলিশিং কার্যক্রম পরিচালনা করে এবং দায়িত্ব পালন করে। এটি ১৯৬৫ সালে গঠিত হয়েছিল। বর্তমানে ভিএস যাদব, আইপিএস ত্রিপুরার ডিজিপি।[]

প্রশাসন

পুলিশের মহাপরিচালক, (ডিজিপি), ত্রিপুরা হলেন সংস্থার প্রধান যিনি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত পুলিশ সদর দফতরে (PHQ) একটি অফিস দিয়ে সজ্জিত। তার অধীনে কর্মরত আছেন পুলিশের একাধিক মহাপরিদর্শক (আইজিপি)। আইজিপি (আইন ও শৃঙ্খলা), আইজিপি (প্রশাসন), আইজিপি (এপি এবং ওপি), আইজিপি (ইন্টেলিজেন্স) যারা পিএইচকিউ কমপ্লেক্স, আগরতলায় নিজ নিজ অফিসে সজ্জিত। বেশ কিছু ডিআইজিপি (পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিজিপি, ত্রিপুরার কমান্ড ও নিয়ন্ত্রণে রয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য ডিআইজিপি হল ডিআইজিপি (গোয়েন্দা), ডিআইজিপি (সদর দপ্তর), ডিআইজিপি (অ্যাডমিন), ডিআইজিপি (এপি এবং ওপি-গণ) এবং আইন ও শৃঙ্খলার ডিআইজিপি (দক্ষিণ রেঞ্জ) এবং ডিআইজিপি (উত্তর রেঞ্জ)। তাদের অধীনে পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহিজলা জেলা, গোমতি জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা, উনাকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলা এই আটটি জেলার জন্য আটটি জেলা এসএসপি (পুলিশ সুপারিনটেনডেন্ট ) রয়েছেন। এই ধরনের সমস্ত জেলা পুলিশ সুপারকে স্ব স্ব অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, (জেলা গোয়েন্দা শাখা) জেলা সদরে পোস্ট করা এবং সংশ্লিষ্ট মহকুমা পুলিশ অফিসাররা (নিজস্ব মহকুমা সদর দফতরে পোস্ট করা) দ্বারা সহায়তা করা হয়। এই ধরনের সাব-ডিভিশনাল পুলিশ অফিসাররা তাদের অধীনস্থ থানার প্রতিদিনের কাজকর্ম এবং কাজের তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করেন। সমস্ত থানায় একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা ( সাব-ইন্সপেক্টর পদের নীচে নয় এবং পরিদর্শকদের পদমর্যাদার উপরে নয়) দ্বারা পরিচালিত হয়।

বিতর্ক

এলজিবিটি সম্প্রদায়ের সদস্যরা অভিযোগ করেছেন যে পুলিশ অফিসাররা তাদের পুরুষ ও মহিলা পুলিশ অফিসারদের সামনে খুলে ফেলতে বাধ্য করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের ক্রসড্রেস না দেওয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য করা হয়।[][]

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. "Tripura govt appoints VS Yadav as new DGP"Thenewsmill.com। ১৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২১ 
  2. Priyanka, Deb Barman (১১ জানুয়ারি ২০২২)। "Tripura transgender persons allege police stripped them to prove gender identity"Hindustan Times। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২ 
  3. Kumar, Vikash (১২ জানুয়ারি ২০২২)। "LGBT members allege that police took off their garments to show their identification in Tripura"EducateTak। ২৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!