তাহির হুসাইন |
---|
|
জন্ম | তাহির হুসাইন খান ১৯ সেপ্টেম্বর ১৯৩৮
হার্দই, যুক্ত প্রদেশ, ব্রিটিশ ভারত (বর্তমানে: উত্তর প্রদেশ, ভারত) |
---|
মৃত্যু | ২ ফেব্রুয়ারি ২০১০ (বয়স ৭১)
মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
---|
মৃত্যুর কারণ | মায়োকার্ডিয়াল ইনফার্কসন [১] |
---|
সমাধি | জুহু কবরস্থান, মুম্বই, ভারত[২] |
---|
পেশা | প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা |
---|
কর্মজীবন | ১৯৬১–১৯৯৪ |
---|
দাম্পত্য সঙ্গী | জিনাত হুসাইন শাহনাজ হুসাইন |
---|
সন্তান | আমির খান ফয়সাল খান ফরহাত খান নিখাত খান |
---|
আত্মীয় | নাসির হুসাইন (বড় ভাই) তারিক খান (ভাতিজা) |
---|
মোহাম্মদ তাহির হুসাইন খান অথবা তাহির হুসাইন (১৯ সেপ্টেম্বর ১৯৩৮ – ২ ফেব্রুয়ারি ২০১০) একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ছিলেন, যিনি হিন্দি চলচ্চিত্রে তার কাজের জন্য সুপরিচিত।[৩][৪][৫]
ব্যক্তিগত জীবন
তাহির হুসাইন জীনাত হুসাইন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তিনি প্রখ্যাত অভিনেতা আমির খান ও ফয়সাল খান এর পিতা হন। সুপারহিট চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও কাহিনীকার নাসির হোসেন তাহির হোসেনের বড় ভাই হন এবং তিনি বিভিন্ন বিষয়ে তার অন্যতম পরামর্শক ছিলেন। আমির খান, কেয়ামত সে কেয়ামত তক চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, চলচ্চিত্রটি তার চাচা নাসির হুসাইন প্রযোজনা করেছিলেন এবং তার ভাতিজা মনসুর খান পরিচালনা করেছিলেন।
তাহির হোসেন তার ছেলে আমির খানকে নিয়ে ১৯৯০ সালে তার প্রথম চলচ্চিত্র তুম মেরে হোতে প্রথমবারের মত পরিচালক হিসেবে কাজ করেছিলেন।[৬][৭][৮]
মাওলানা আবুল কালাম আজাদ তাহির হোসেনের আত্মীয় হন।[৯] ২০১০ সালের ২ ফেব্রুয়ারি তারিখে তিনি মারাত্মক হার্ট অ্যাটাকের ফলে মৃত্যুবরণ করেন।[১০]
চলচ্চিত্রের তালিকা
প্রযোজক হিসেবে
অভিনেতা হিসেবে
পরিচালক
কাহিনীকার
ক্রিউ
তথ্যসূত্র