ডোরেমন: দ্য ডে হোয়েন আই ওয়াজ বোর্ন ২০০২ সালের জাপানি স্বল্পদৈর্ঘ্য আনিমে চলচ্চিত্র যা জনপ্রিয় মাঙ্গা আনিমে ধারাবাহিক ডোরেমনের উপর ভিত্তি করে নির্মিত। মার্চ ৯, ২০০২ সালে ডোরেমন: নোবিতা এ্যন্ড দ্য রোবট কিংডম শিরোনামে জাপানে এর প্রিমিয়ার হয়। ফুজিকো এফ. ফুজিও রচিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে শিন-এই অ্যানিমেশন এবং পরিচালনা করেছেন সুসুমু ওয়াতানাবে। অভিনয়ে ছিলেন নোবুইয়ো ওয়ামা এবং নোরিকো ওহারা।
কাহিনীসংক্ষেপ
অভিনয়ে
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ