ডায়মন্ড হারবার আগে "হাজীপুর" নামে পরিচিত ছিল, এবং এটি হাজীপুর খাঁড়ির তীরে অবস্থিত ছিল। ব্রিটিশরা এই বসতির নাম ডায়মন্ড হারবার (ইংরেজি: Diamond Harbour) রেখেছিল এবং তারা এখানে নদী ও সমুদ্রের জাহাজ পরিচালনা করত।[৩][৪] ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর পর্তুগিজ জলদস্যু হার্মাদের সময় থেকে এই এলাকা পরিচিত।[৫] এখানে চিংড়িখালি কেল্লা নামক এক দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে, যা ১৬০০-এর দশকে হার্মাদের তৈরি বলে মনে করা হয়।[৬]
ডায়মন্ড হারবারের জলবায়ু সামগ্রিকভাবে উষ্ণ ও আর্দ্র। এর গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেকসময় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং শীতকালে এর তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ২১ মে ২০০২-এ এখনকার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.০ ডিগ্রি সেলসিয়াস এবং ১৩ জানুয়ারি ২০০৩-এ এর সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়েছিল। এখনকার বার্ষিক বৃষ্টিপাত ১,৬০০ মিমি। এখনকার আর্দ্রতা ৭৬%।
ডায়মন্ড হারবার (১৯৮১–২০১০, চরম ১৯৭৮–২০১২)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
২০১১ সালের জনগণনা অনুসারে ডায়মন্ড হারবারের মোট জনসংখ্যা ৪১,৮০২, যার মধ্যে ২১,০৫০ জন পুরুষ এবং ২০,৭৫২ জন মহিলা। ৩,৬৮৮ জন ব্যক্তি ৬ বছর বা তার কম বয়সী। স্বাক্ষর ব্যক্তির সংখ্যা ৩২,৭৫৩ এবং পুরুষের স্বাক্ষরতার হার ৮১.৭% ও মহিলার ৭৫.০%। ৬ বছরের বেশি বয়সীদের মধ্যে কার্যকর স্বাক্ষরতার হার ৮৫.৯%, যার মধ্যে পুরুষদের স্বাক্ষরতার হার ৮৯.৬% ও মহিলাদের ৮২.২%। জনসংখ্যার মধ্যে ৫,২২১ জন তফসিলি জাতি এবং ৭২ জন তফসিলি জনজাতির অন্তর্গত।[১১]
২০০১ সালের জনগণনা
২০০১ সালের জনগণনা অনুসারে ডায়মন্ড হারবারের জনসংখ্যা ৩৭,২৩৮।[১২] এর মধ্যে পুরুষ ৫১%, এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৭২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৭%, এবং নারীদের মধ্যে এই হার ৬৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ডায়মন্ড হারবারের সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।
প্রশাসন
পৌরসভা
ডায়মন্ড হারবার শহরের ১০.৩৬ বর্গকিলোমিটার (৪.০০ বর্গমাইল) এলাকা ডায়মন্ড হারবার পৌরসভার অধীনে। ১৯৮২ সালে এই পৌরসভার প্রতিষ্ঠা এবং এটি ১৬টি ওয়ার্ডে বিভক্ত। ২০২২ সালের পৌর নির্বাচনের পর থেকে এই পৌরসভা তৃণমূল কংগ্রেসের অধীনে।[১৩][১৪]
২৫০টি বিছানাসহ ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতাল ডায়মন্ড হারবার মহকুমার প্রধান সরকারি চিকিৎসালয়।[২৪] এখানে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে কিন্তু রোগী মৃত্যু বা আগুন লাগার ঘটনায় এটি তার সুনাম খুইয়েছে।[২৫]
↑"Station: Diamond Harbour Climatological Table 1981–2010"(পিডিএফ)। Climatological Normals 1981–2010। India Meteorological Department। জানুয়ারি ২০১৫। পৃষ্ঠা 253–254। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২১।
↑"ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)
↑"Diamond Harbour Municipality"। Department of Municipal Affairs। Government of West Bengal। ২১ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৫।
↑"Diamond Harbour police station"। Diamond Harbour police district। West Bengal police। ১৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
↑"Diamond Harbour Women PS"। Diamond Harbour police district। West Bengal police। ১৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
↑"Health & Family Welfare Department"(পিডিএফ)। Health Statistics - Hospitals। Government of West Bengal। ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯।