ডাব্লিউডাব্লিউই মেইন ইভেন্ট হল পেশাদারি কুস্তির একটি টেলিভিশন অনুষ্ঠান। এটি প্রযোজনা করে ডাব্লিউডাব্লিউই। এটি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে টেলিভিশনে প্রচার করা হত, তারপরে ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কে, আর এখন হুলু প্লাসে। এটা প্রচার শুরু হয়েছিল ২০১২ সালের অক্টোবর মাসের ৩ তারিখে আর গৃহে প্রচার শেষ হয় এপ্রিল ২, ২০১৪। তারপর থেকে এটা ইন্টারনেট ফরম্যাটে প্রচার করা হচ্ছে।[১]
তথ্যসূত্র