ঠনঠনিয়া কালীবাড়ি

ঠনঠনিয়া কালীবাড়ি
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
অবস্থান
অবস্থানবিধান সরণি, কলকাতা
স্থাপত্য
সৃষ্টিকারীশঙ্কর ঘোষ
প্রতিষ্ঠার তারিখ১৮০৬

ঠনঠনিয়ার শ্রীশ্রীসিদ্ধেশ্বরী কালীমন্দির বা ঠনঠনিয়া কালীবাড়ি কলকাতার ঠনঠনিয়া অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির।[] এটি কলেজ স্ট্রীট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত।

ইতিহাস

ঠনঠনিয়া কালীবাড়ি ও বিধান সরণি, জুন ২০২২।

জনশ্রুতি অনুসারে ১৭০৩ খ্রিষ্টাব্দে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে জনৈক তান্ত্রিক মাটি দিয়ে সিদ্ধেশ্বরী কালীমূর্তি গড়েন।[] ১৮০৬ খ্রিষ্টাব্দে শঙ্কর ঘোষ নামে জনৈক ধনাঢ্য ব্যক্তি বর্তমান কালীমন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দির নির্মাণ করেন ও নিত্যপূজার ব্যয়ভার গ্রহণ করেন।[][] এখানে মায়ের মূর্তি মাটির, প্রতি বছর মূর্তি সংস্কার করা হয়।[][] ঠনঠনিয়া কালীবাড়িতে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণীর পুজো, কার্তিক অমবস্যায় আদিকালীর পুজো ও মাঘ মাসে রটন্তী কালীর পুজো হয়।[]

তথ্যসূত্র

  1. "Thanthania Kalibari"ভারতঅনলাইন.কম। স্যাভিয়ন ট্র্যাভেলস। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫ 
  2. আইচ, দেবাশিস (১২ অক্টোবর ২০১৪)। "জয় কালী কলকাতা-ওয়ালি"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫ 
  3. "তিলোত্তমার মন্দির"Rebel With A Destiny। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!