টনি ব্লেইন

টনি ব্লেইন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
টনি এলস্টোন ব্লেইন
জন্ম (1962-02-17) ১৭ ফেব্রুয়ারি ১৯৬২ (বয়স ৬২)
নেলসন, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-রক্ষক, কোচ, ধারাভাষ্যকার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৬০)
২১ আগস্ট ১৯৮৬ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২৪ ফেব্রুয়ারি ১৯৯৪ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৩)
১৯ মার্চ ১৯৮৬ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই১৩ মার্চ ১৯৯৪ বনাম পাকিস্তান
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১১ ৩৮ ১১৮ ১১০
রানের সংখ্যা ৪৫৬ ৪৪২ ৫,৭৪৯ ১,৭২৬
ব্যাটিং গড় ২৬.৮২ ১৬.৩৭ ৩৪.০১ ২১.৪৭
১০০/৫০ ০/২ ০/০ ৮/৩২ ০/৬
সর্বোচ্চ রান ৭৮ ৪৯* ১৬১ -
বল করেছে - - ১৭৪ -
উইকেট - - -
বোলিং গড় - - ৬৪.০০ -
ইনিংসে ৫ উইকেট - - -
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং - - ১/১২ -
ক্যাচ/স্ট্যাম্পিং ১৯/২ ৩৭/১ ২১০/২৬ ১০৮/১৬
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২ ডিসেম্বর ২০১৮

টনি এলস্টোন ব্লেইন (ইংরেজি: Tony Blain; জন্ম: ১৭ ফেব্রুয়ারি, ১৯৬২) নেলসনে জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৯৪ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারির প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন টনি ব্লেইন

খেলোয়াড়ী জীবন

সমগ্র খেলোয়াড়ী জীবনে ১১ টেস্ট ও ৩৮টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের সুযোগ ঘটে টনি ব্লেইনের।[][]

২১ আগস্ট, ১৯৮৬ তারিখে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। প্রায়শঃই তাকে ইয়ান স্মিথঅ্যাডাম প্যারোরের স্থলাভিষিক্ত হতে হতো।

অবসর

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিং জগতের দিকে ধাবিত হন টনি ব্লেইন। এরপর ধারাভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। কার্লটন বলিং কলেজে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ডিক্সন্স অ্যালার্টন একাডেমিতে কর্মরত।

তথ্যসূত্র

  1. "Players / New Zealand / ODI caps"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-১২-৩১ 
  2. "New Zealand ODI Batting Averages"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-১২-৩১ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!