জুরিস হার্টম্যানিস

জুরিস হার্টম্যানিস
জন্ম (1928-07-05) জুলাই ৫, ১৯২৮ (বয়স ৯৬)
মাতৃশিক্ষায়তনক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
পুরস্কারটুরিং পুরস্কার ১৯৯৩
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউতার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহজেনারেল ইলেকট্রিক
Cornell University
ডক্টরেট শিক্ষার্থীDexter Kozen

জুরিস হার্টম্যানিস একজন খ্যাতিমান কম্পিউতার বিজ্ঞানী।

জীবনী

হার্টম্যানিস ১৯৫১ সালে ইউনিভার্সিটি অব মিসৌরি-কানসাস সিটি থেকে ফলিত গণিতে মাস্টার্স এবং ১৯৫৫ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৫ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় এ ইন্সট্রাক্টর হিসেবে যোগ দেন। ১৯৫৭ সালে তিনি ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি ১৯৫৮ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত জেনারেল ইলেকট্রিক রিসার্চ ল্যাবরেটরীতে কর্মরত ছিলেন। [] তিনি ১৯৬৫ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় এ কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদান করেন।

সম্মাননা ও পুরস্কার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!