জুমহুরী পার্টি (ধিবেহী: ޖުމްހޫރީ ޕާޓީ, রিপাবলিকান পার্টি) হল মালদ্বীপের একটি রাজনৈতিক দল। দলটি ২৬ মে ২০০৮-এ সংসদ সদস্যদের একটি গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল,[২] এবং দ্রুত বৃদ্ধি পায়, দ্রুত মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টিকে ছাড়িয়ে সেই বছরের জন্য মজলিসের বৃহত্তম বিরোধী দলে পরিণত হয়।[৩]
দলটির নেতা ও সভাপতি প্রার্থী ব্যবসায়ী ও সাবেক অর্থমন্ত্রী কাসিম ইব্রাহিম।[৪]
নির্বাচনী ইতিহাস
রাষ্ট্রপতি নির্বাচন
নির্বাচন
|
দলীয় প্রার্থী
|
রানিংমেট
|
ভোট
|
%
|
ভোট
|
%
|
ফলাফল
|
প্রথম রাউন্ড
|
দ্বিতীয় রাউন্ড
|
২০০৮
|
কাসিম ইব্রাহিম
|
আহমেদ আলী সাওয়াদ
|
২৭,০৫৬
|
১৫.৩২%
|
—
|
পরাজিতNএন
|
২০১৩
|
হাসান সাঈদ
|
৫০,৪২২
|
২৪.০৭%
|
—
|
বাতিলN এন
|
৪৮,১৩১
|
২৩.৩৪%
|
—
|
পরাজিতNএন
|
২০১৮
|
অংশগ্রহণ করেনি
|
২০২৩
|
কাসিম ইব্রাহিম
|
আমীন ইব্রাহিম
|
৫,৫৪৫
|
২.৫২%
|
—
|
পরাজিতN এন
|
আরো দেখুন
তথ্যসূত্র