অধ্যাপিকা জাহানারা বেগম (১১ ফেব্রুয়ারি ১৯৪২ – ২৪ জুলাই ২০২১) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, যিনি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন।[১]
প্রাথমিক জীবন
জাহানারা বেগম ১৯৪২ সালের ১১ ফেব্রুয়ারি রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত, তার দুই পুত্র ও এক কন্যা ছিলেন।
রাজনৈতিক ও কর্মজীবন
জাহানারা বেগম ১৭ বছর বয়সে ইডেন কলেজে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ১৯৫৯ সালে তিনি তৎকালীন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যাপিকা ছিলেন।
তিনি দুবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন।
তিনি পঞ্চম জাতীয় সংসদে মহিলা আসন-২২ এর সদস্য ছিলেন।[২] ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে রাজবাড়ী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।
তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কো-চেয়ারম্যান। এর আগে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিবের হিসেবেও দায়িত্বে পালন করেছেন।[৩][৪]
মৃত্যু
জাহানারা বেগম ২৪ জুলাই ২০২১ ঢাকার বসুন্ধরায় মৃত্যুবরণ করেন।[৫]
তথ্যসূত্র