জামি আল তাওয়ারিখ (মঙ্গোলীয়: Судрын чуулган, Sudar-yn Chuulgan; আরবি: جامع التواريخ; ফার্সি: جامعالتواریخ), ("Compendium of Chronicles") পারস্যে মোঙ্গল ইলখানাতে লিখিত সাহিত্য ও ইতিহাস গ্রন্থ।[১] এর লেখক রশিদউদ্দিন হামাদানি (১২৪৭–১৩১৮)। তিনি ১৪শ শতাব্দীর শুরুতে এটি রচনা করেন। এর ব্যপ্তির কারণে একে "প্রথম বিশ্ব ইতিহাস" বলা হয়।[২] এর তিনটি খন্ড ছিল। টিকে থাকা অংশগুলো মোট প্রায় ৪০০ পৃষ্ঠার মত। এর ফারসি, আরবি ও মোঙ্গল সংস্করণ রয়েছে। চীন থেকে ইউরোপ পর্যন্ত বিভিন্ন সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ ঘটনাবলির বিবরণ এতে রয়েছে। [৩]
গ্রন্থের জাকজমকপূরণ চিত্রাঙ্কন ও হস্তলিপিতে কয়েকশত লিপিকার ও শিল্পীর প্রয়োজন ছিল। প্রায় ২০টি চিত্রায়িত কপি রশিদউদ্দিনের জীবদ্দশায় প্রস্তুত করা হয়েছিল। তবে গুলোর অল্প কিছু অংশ টিকে রয়েছে। সম্পূর্ণ কপি বর্তমানে পাওয়া যায় না। সবচেয়ে পুরনো কপিটি আরবি ভাষায়। এর অর্ধেক হারিয়ে গেছে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে একটি কপি রয়েছে। ইস্তানবুলের টোপকাপি প্রাসাদের গ্রন্থাগারে প্রথম যুগের দুটি ফারসি পান্ডুলিপি রয়েহে। এগুলো ইলখানাত শিল্প ও পারস্য অনুচিত্রের নিদর্শন।
Allen, Terry, Byzantine Sources for the Jāmi' al-tāwarīkh of Ra shīd Al-Dīn, 1985, Ars Orientalis, Vol. 15, pp. 121–136, জেস্টোর4543049
S. Blair, A compendium of chronicles : Rashid al-Din’s illustrated history of the world, 1995, 2006 আইএসবিএন১-৮৭৪৭৮০-৬৫-X (contains a complete set of the folios from Khalili collection, with discussion of the work as a whole)
B. Gray, The 'World history' of Rashid al-Din: A study of the Royal Asiatic Society manuscript, Faber, 1978 আইএসবিএন০-৫৭১-১০৯১৮-৭
Inal, Guner (১৯৬৩)। "Some miniatures of the 'Jami' al-Tav Arikh' in Istanbul, Topkapi Museum, Hazine Library No. 1654"। Ars Orientalis। Freer Gallery of Art, The Smithsonian Institutiion and Department of the History of Art, University of Michigan। 5: 163–175। জেস্টোর4629187।