জান কোরবান[১][২] হচ্ছে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিটধর্মী-রোমান্টিক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এম বি মানিক ও ফাইভ স্টার মুভিজের ব্যানারে প্রযোজনা করেছেন মেহদী হাসান সিদ্দিকী মনির। চলচ্চিত্রটিতে মূখ্য ভূমিকা অভিনয় করেছেন বাংলাদেশী সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। এতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ, নূতন, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা, রেবেকা রউফ, হারুন কিসিঞ্জার, শিবা শানু ও মিশা সওদাগর সহ আরও অনেকে।[৩] চলচ্চিত্রটি ২০১১ সালের ৩১ আগস্ট ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে মুক্তি পায়।