জর্জ ফিলিপস বন্ড (ইংরেজি: George Phillips Bond; জন্ম: ২০ মে, ১৮২৫ – ১৭ ফেব্রুয়ারি, ১৮৬৫) ছিলেন একজন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী। তিনি ছিলেন জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম ক্র্যাঞ্চ বন্ডের পুত্র। কোনও কোনও সূত্রে তাঁর জন্মসন ১৮২৬ বলে উল্লিখিত হয়েছে।
প্রথম জীবনে তিনি প্রকৃতি ও পাখি বিষয়ে আগ্রহী ছিলেন। কিন্তু তাঁর জ্যেষ্ঠভ্রাতা উইলিয়াম ক্র্যাঞ্চ বন্ড জুনিয়রের মৃত্যুর পর তাঁর মনে হয়েছিল যে, তাঁর উচিত জ্যোতির্বিজ্ঞানের ধারায় তাঁর বাবাকে সাহায্য করা। হার্ভার্ড কলেজ মানমন্দিরের পরিচালক পদে তিনি তাঁর বাবার উত্তরসূরি হিসেবে আসীন হন। ১৮৫৯ থেকে মৃত্যু পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। তাঁর জ্ঞাতিভ্রাতা এডওয়ার্ড সিঙ্গলটন হোল্ডেন ছিলেন লিক মানমন্দিরের প্রথম পরিচালক।
১৮৫০ সালে বন্ডই প্রথম কোনও তারার (ভেগা) এবং ১৮৫৭ সালে কোনও দ্বৈত তারার (মাইজার) আলোকচিত্র গ্রহণ করেন। তিনিই প্রথম বলেন যে, কোনও তারার ঔজ্জ্বল্য পরিমাপের ক্ষেত্রে আলোকচিত্রের ব্যবহার ঘটানো যেতে পারে। সেই সঙ্গে তিনি অসংখ্য ধূমকেতু আবিষ্কার করেন এবং সেগুলির কক্ষপথ গণনা করেন। বন্ড শনি গ্রহ ও কালপুরুষ নীহারিকাও পর্যেষণ করেছিলেন। তিনি ও তাঁর বাবা একত্রে শনির প্রাকৃতিক উপগ্রহ হাইপেরিয়ন আবিষ্কার করেছিলেন (উইলিয়াম লেসেলও স্বতন্ত্রভাবে হাইপেরিয়ন আবিষ্কার করেছিলেন)। জ্যোতির্বিজ্ঞানে অবদান রাখার পাশাপাশি বন্ড নিউ হ্যাম্পশায়ারের হোয়াইট মাউন্টেইনস সমীক্ষাও করেছিলেন।
১৮৬৫ সালে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটে।
সম্মাননা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
সাধারণ | |
---|
জাতীয় গ্রন্থাগার | |
---|
শিল্প গবেষণা প্রতিষ্ঠান | |
---|
জীবনীমূলক অভিধান | |
---|
অন্যান্য | |
---|