জর্জ এম হোয়াইটসাইডস

জর্জ ম্যাকলেল্যান্ড হোয়াইটসাইডস
জর্জ এম হোয়াইটসাইডস, ২০১০
জন্ম (1939-08-03) আগস্ট ৩, ১৯৩৯ (বয়স ৮৫)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
পরিচিতির কারণThe Corey-House-Posner-Whitesides reaction
Contributions in the fields of NMR spectroscopy, organometallic chemistry, molecular self-assembly, soft lithography,[] microfabrication, microfluidics, and ন্যানোপ্রযুক্তি.
পুরস্কারন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৯৮)
কিয়োটো প্রাইজ (২০০৩)
Dan David Prize (2005)
প্রিস্টলি মেডেল (২০০৭)
R&D Magazine 2007 Scientist of the Year.
Othmer Gold Medal (2010)
King Faisal International Prize (2011)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
অভিসন্দর্ভের শিরোনামThe configurational stability of primary Grignard reagents. Applications of nuclear magnetic resonance spectroscopy to the study of molecular asymmetry (1964)
ডক্টরাল উপদেষ্টাজন ডি রবার্টস
ডক্টরেট শিক্ষার্থীChi-Huey Wong, John A. Rogers, Younan Xia

জর্জ ম্যাকলেল্যান্ড হোয়াইটসাইডস একজন মার্কিন রসায়নবিজ্ঞানী এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর রসায়নের অধ্যাপক। তিনি এনএমআর স্পেক্তোস্কোপি, জৈবধাতব যৌগ, ন্যানোপ্রযুক্তিতে তার কাজের জন্য বিখ্যাত।

জীবনী

হোয়াইটসাইডস ১৯৬০ সালে হার্ভার্ড কলেজ থেকে ব্যাচেলর অব আর্টস এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৬৪ সালে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৩ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সহকারী অধ্যাপক নিযুক্ত হন এবং ১৯৮২ সাল পর্যন্ত এখানে কাজ করেন। ১৯৮২ সালে তিনি তার ল্যাব হার্ভার্ডে স্থানান্তর করেন। তিনি ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত হার্ভার্ডের রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এর সহযোগী ডীন হিসেবে দায়িত্ব পালন করেন। []

পুরস্কার ও অর্জন

সদস্যপদ

  • আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস
  • ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস
  • ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং
  • আমেরিকান ফিলোসফিক্যাল সোসাইটি
  • ফেলো, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স
  • ফেলো, দ্য ইনস্টিটিউট অব ফিজিক্স
  • নিউ ইয়র্ক অ্যাকাডেমি অব সায়েন্সেস
  • ওয়ার্ল্ড টেকনোলজি নেটওয়ার্ক
  • বিদেশী ফেলো , ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স
  • সম্মানসূচক সদস্য, ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি অব ইন্ডিয়া
  • সম্মানসূচক ফেলো, দ্য কেমিক্যাল রিসার্চ সোসাইটি অব ইন্ডিয়া
  • রয়্যাল নেদারল্যান্ডস অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস
  • সম্মানসূচক ফেলো, দ্য রয়েল সোসাইটি অব কেমিস্ট্রি (UK)
  • Institut de France-Académie des সায়েন্সেস (2010) []

তথ্যসূত্র

  1. PMID 19206522 (PubMed)
    কয়েক মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে উদ্ধৃতি সম্পন্ন করা হবে। Jump the queue বা expand by hand
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!