জনতা বিমুক্তি পেরুমানা (সিংহলি: ජනතා විමුක්ති පෙරමුණ, তামিল: மக்கள் விடுதலை முன்னணி, আক্ষ.'পিপলস্ লিবারেশন ফ্রন্ট') শ্রীলঙ্কার একটি কমিউনিস্টমার্কসবাদী-লেনিনবাদীদল এবং একটি রাজনৈতিক আন্দোলন।[৫] এটি শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে দুটি সশস্ত্র বিদ্রোহের সাথে জড়িত ছিল, যার প্রথমটি সংগঠিত হয় ১৯৭১ সালে এবং পরেরটি ১৯৮৭-৮৯ সালে। এই উভয় ক্ষেত্রেই তাদের উদ্দেশ্য ছিল একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।[৬]
ইতিহাস
শ্রীলঙ্কায় কমিউনিস্ট শাসন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যকে সামনে রেখে ১৯৬৫ সালে জনতা বিমুক্তি পেরুমানা দলটি প্রতিষ্ঠিত হয়।[৭] সেসময় সেখানে আরও চারটি বামপন্থী রাজনৈতিক দল ছিলো।
তথ্যসূত্র
↑Bennet, Owen। The Patriotic Struggle of the JVP: A Reappraisal। পৃষ্ঠা 43–44।