জনক প্রকাশ
|
জন্ম | (2000-08-16) ১৬ আগস্ট ২০০০ (বয়স ২৪) |
---|
|
জাতীয় দল | |
---|
টি২০আই অভিষেক (ক্যাপ ৫) | ২২ জুলাই ২০১৯ বনাম কাতার |
---|
শেষ টি২০আই | ২৬ অক্টোবর ২০১৯ বনাম নামিবিয়া |
---|
|
---|
|
জনক প্রকাশ (জন্ম: ১৬ আগস্ট ২০০০) সিঙ্গাপুর জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়। জনক একজন অলরাউন্ডার। তিনি মাত্র ১৬ বছর বয়সে সিঙ্গাপুর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলেছিলেন। অক্টোবরে ২০১৮, তাকে ২০১৮–১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য পূর্ব উপ-অঞ্চল গ্রুপে সিঙ্গাপুরের স্কোয়াডে তালিকাভূক্তি দেওয়া হয়েছিল।[১] পরে একই মাসে, ওমানে ২০১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ তৃতীয় বিভাগ প্রতিযোগিতার জন্য তাকে সিঙ্গাপুরের দলে অন্তর্ভূক্তি দেওয়া হয়েছিল।[২]
২০১৯ সালের জুলাইয়ে, তাকে সিঙ্গাপুরের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) স্কোয়াডভুক্ত করা হয় ২০১৮-১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব প্রতিযোগিতার আঞ্চলিক ফাইনালের জন্য।[৩] তিনি ২২ জুলাই ২০১৯-এ কাতারের বিপক্ষে সিঙ্গাপুরের হয়ে টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।[৪]
২০১৯ সালের সেপ্টেম্বরে, তাকে মালয়েশিয়া ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লীগ এ প্রতিযোগিতার জন্যও সিঙ্গাপুরের দলে স্থান পায়।[৫] অক্টোবর ২০১৯-এ, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতায় সিঙ্গাপুর দলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হয়।[৬]
তথ্যসূত্র
বহিঃসংযোগ