জগ্গা জাসুস (অনু. গোয়েন্দা জগ্গা) হলো ২০১৭ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার সঙ্গীতধর্মীহাস্যরসাত্মক অভিযান চলচ্চিত্র,[৪] যা রচনা ও পরিচালনা করেছেন অনুরাগ বসু এবং প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর, বসু ও রণবীর কাপুর। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। চলচ্চিত্রটি ২০১৭ সালের ১৪ এপ্রিল বিশ্বব্যাপি মুক্তি পায়; এটি সমালোচকদের থেকে মিশ্র মন্তব্য পেলেও[৫]৬৩তম ফিল্মফেয়ার পুরস্কারে দশটি মনোনয়ন লাভ করে, যার মধ্যে চারটি চলচ্চিত্রের সঙ্গীতের জন্য জিতেছিল।
চলচ্চিত্রটি ২০১৭ সালের ১৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পায়। ১৯ ডিসেম্বর ২০১৬-এ চলচ্চিত্রটির একটি স্নিক পিক প্রকাশিত হয়েছিল। প্রথম সপ্তাহান্তে প্রায় ৩৩১.৭ মিলিয়ন আয় করে চলচ্চিত্রটি।[৬]