জগডুমুর বা যজ্ঞডুমুর (বৈজ্ঞানিক নাম: Ficus racemosa বা Ficus glomerata) যা Moraceae পরিবারভুক্ত। এর আদি নিবাস ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া। এর ফল গাছের কান্ডে থোকায় থোকায় হয়। এটি প্রধানত বন্য পশু পাখির খাদ্য। উত্তর অস্ট্রেলিয়াতে এই গাছ প্রজাপতির খাদ্য হিসেবে লাগানো হয়। [১]