ছাতক গ্যাসক্ষেত্র

ছাতক গ্যাসক্ষেত্র
দেশবাংলাদেশ
অঞ্চল সুনামগঞ্জ
সমুদ্রতীরাতিক্রান্ত/ডাঙাবর্তীডাঙাবর্তী
পরিচালকসিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড
ক্ষেত্রের ইতিহাস
আবিষ্কার১৯৫৯

ছাতক গ্যাসক্ষেত্র বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।[] এটি সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড-এর অধীনস্থ একটি গ্যাসক্ষেত্র।

ইতিহাস

এটি ১৯৫৯ সালে আবিষ্কৃত হয় এবং ১৯৬০ সালে এটি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। ১৯৬০ সালে এটি ছাতক সিমেন্ট কারখানার পাশাপাশি পাল্প ও কাগজ কারখানায় প্রতিদিন প্রায় ৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করত। ৮ই জানুয়ারি ১৯৮৪ সালে এই গ্যাসক্ষেত্রটি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কাছে হস্তান্তর হয়। বর্তমানে এই গ্যাসক্ষত্র থেকে গ্যাস উত্তোলন বন্ধ রয়েছে৷ []

অবস্থান

ছাতক গ্যাসক্ষেত্রের অবস্থান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়,[] যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এই গ্যাসক্ষেত্রটি মূলত দুটি ভিন্ন গ্যাসক্ষেত্রের সমন্বয়ে গঠিত - ছাতক (পূর্ব) এবং টেংরাটিলা বা ছাতক (পশ্চিম); যা ২০০১ সালের পর এদেরকে একত্রে একটি ক্ষেত্র দেখানো হয়।[]

বিস্ফোরণ

গ্যাসক্ষেত্রটিতে দুটি বিস্ফোরণ ঘটেছে। একটি ৭ জানুয়ারী ২০০৫ সালে এবং দ্বিতীয়টি একই বছরের ২৪ জুনে ঘটে।

আরও দেখুন

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!