চৌধুরী কামাল ইবনে ইউসুফ

চৌধুরী কামাল ইবনে ইউসুফ
খাদ্যে ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়
মন্ত্রী
কাজের মেয়াদ
১০ অক্টোবর ২০০১ – ২৮ অক্টোবর ২০০৬
সংসদ সদস্য
ফরিদপুর-৩
কাজের মেয়াদ
২০ মার্চ ১৯৯১ – ৩০ মার্চ ১৯৯৬
পূর্বসূরীকামরান হোসাইন চৌধুরী
উত্তরসূরীস্বভূমিকা
কাজের মেয়াদ
২৩ জুন ১৯৯৬ – ১৫ জুলাই ২০০১
পূর্বসূরীস্বভূমিকা
উত্তরসূরীস্বভূমিকা
কাজের মেয়াদ
১ অক্টোবর ২০০১ – ২৯ অক্টোবর ২০০৬
পূর্বসূরীস্বভূমিকা
উত্তরসূরীমুহাম্মাদ আব্দুর রহমান
ব্যক্তিগত বিবরণ
নাগরিকত্বপাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

চৌধুরী কামাল ইবনে ইউসুফ (মৃত্যু : ৯ ডিসেম্বর ২০২০)[] একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা।[]

পরিবার

চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর জেলার বাঙালি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। কামাল ইউসুফের পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিশ্বাস । তার পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ শাসনামলে একজন বিশিষ্ট মুসলিম লীগ নেতা এবং পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করেছিলেন। [] তার চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) রাষ্ট্রপতি আইয়ুব খানের সরকারে মন্ত্রিসভায় ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

রাজনৈতিক জীবন

১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ যোগ দেন। ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদে নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন । ১৯৯১ সালে তিনি আবার নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন। ১৯৯৬ সাধারণ নির্বাচনে তিনি জয়ী হলেও তার দল বিএনপি আওয়ামী লীগের কাছে হেরে ক্ষমতায় হারায়। তিনি ২০০১ সালের নির্বাচনেও জিতেছিলেন, তারপরে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হয়েছিলেন। [][] ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তিনি তার আসন হারান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। [][]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "করোনায় মারা গেলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৯ 
  2. "BNP plans legal move against ban on publishing Tarique remarks in the media"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৬ 
  3. "Chowdhury, Yusuf Ali - Banglapedia"। en.banglapedia.org (ইংরেজি ভাষায়)। 
  4. "Bangladesh battles flood chaos"BBC News। ২০০৪-০৭-২০। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৬ 
  5. "Rail, road links with capital threatened"দ্য ডেইলি স্টার। ২০১৭-০১-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৬ 
  6. "Saudi prince meets Khaleda"দৈনিক প্রথম আলো। ২০১৬-০১-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৬ 
  7. "Ceremony celebrates Bangladesh-China ties, commemorates ancient travelers"Xinhuanet। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৬ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!