চোখের দেখা |
---|
চলচ্চিত্রের পোস্টার |
পরিচালক | পি এ কাজল |
---|
প্রযোজক | কুশলী মাল্টিমিডিয়া |
---|
চিত্রনাট্যকার | পি এ কাজল |
---|
কাহিনিকার | পি এ কাজল |
---|
শ্রেষ্ঠাংশে | |
---|
বর্ণনাকারী | পি এ কাজল |
---|
প্রযোজনা কোম্পানি | কুশলী মাল্টিমিডিয়া |
---|
পরিবেশক | জি সিরিজ |
---|
মুক্তি | ১৪ অক্টোবর ২০১৬ |
---|
স্থিতিকাল | ১৯০ মিনিট |
---|
দেশ | বাংলাদেশ |
---|
ভাষা | বাংলা |
---|
চোখের দেখা ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী রোমান্টিক চলচ্চিত্র।[১] চলচ্চিত্র টি পরিচালনা করেছেন পি এ কাজল এবং প্রযোজনা করেছে কুশলী মাল্টিমিডিয়া প্রযোজনা কোম্পানি।[২] এই চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সাইমন সাদিক এবং অহনা রহমান[৩] এবং অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন কাজী হায়াৎ, শামস সুমন, শতাব্দী ওয়াদুদ, আলেকজান্ডার বো সহ আরো অনেকে।[৪]
শ্রেষ্ঠাংশে
মুক্তি
চলচ্চিত্রটি ১৪ অক্টোবর ২০১৬ সনে দেশের ৫০টিরও বেশী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।[৬][৭]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
বাংলা মুভি ডেটাবেজে চোখের দেখা