চুন্ডাঙ্গাপয়িল পুঠিয়াপুরাইল রিজওয়ান (মালয়ালম: ചുണ്ടൻഗപൊയിൽ റിസ്വാൻ; ১৯ এপ্রিল ১৯৮৮) একজন আমিরাতি ক্রিকেটার।[১] তিনি ২৬ জানুয়ারী, ২০১৯ এ নেপালের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের হয়ে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে আত্মপ্রকাশ করেন।[২] ২০১৯ সালের জানুয়ারিতে, তাকে নেপালের বিপক্ষে সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরাতের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) স্কোয়াডেও রাখা হয়েছিল।[৩] তিনি ৩১ জানুয়ারী, ২০১৯ এ নেপালের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের হয়ে টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন।[৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ