গোলাম সামদানী কোরায়শী

গোলাম সামদানী কোরায়শী
জন্ম২১ চৈত্র ১৩৩৬, ৫ এপ্রিল ১৯২৯
ব্রিটিশ ভারতকাউরাট, কেন্দুয়া, নেত্রকোণা (মাতুলালয়), ব্রিটিশ ভারত
মৃত্যু২২ আশ্বিন ১৩৯৮, ১১ অক্টোবর ১৯৯১
বাংলাদেশআকুয়া, ময়মনসিংহ
পেশাড. মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনা সহকারী, পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্প, পাণ্ডুলিপি ও সংকলন বিভাগ, বাংলা একাডেমি (১৯৬১-৬৮) অধ্যাপক, বাংলা বিভাগ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ (১৯৬৮-৯১) অধিকর্তা, কোরায়শী প্রাঙ্গণ, ময়মনসিংহ (১৯৯০-৯১)
দাম্পত্য সঙ্গীসায়িদা কোরায়শী
ওয়েবসাইটগোলাম সামদানী কোরায়শী

গোলাম সামদানী কোরায়শী (৫ এপ্রিল ১৯২৯ - ১১ অক্টোবর ১৯৯১) বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক।

জন্ম ও শৈশব

সামদানী কোরায়শীর জন্ম ১৯২৯ খ্রিষ্টাব্দের ৫ এপ্রিল বর্তমান নেত্রকোণা জেলার কেন্দুয়ার কাউরাট গ্রামে। তার পিতার নাম মৌলভী বাবু শেখ আবু আছল মোহাম্মদ আবদুল করিম কোরায়শী এবং মাতার নাম আলতাফুন্নেসা। তার পূর্বপুরুষের বাড়ি ছিল ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বীর আহাম্মদপুর। তিনি ১৯৯১ খ্রিষ্টাব্দের ১১ অক্টোবর পরলোকগমন করেন।

শিক্ষা জীবন

পড়াশোনার হাতেখড়ি পরিবারে। তারপর ঘাটুরকোনা প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া মিডল ইংলিশ স্কুল থেকে ১৯৩৫-৩৬ খ্রিষ্টাব্দে প্রাথমিক পড়াশোনা শেষ করেন। এরপর ১৯৩৭–৪১ সাল পর্যন্ত লেখাপড়া করেন নেত্রকোণার চন্দ্রনাথ হাই স্কুল ও বীর আহাম্মদপুর হাই স্কুলে। এরপর ১৯৪৫-৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাস্তা জুনিয়র মাদ্রাসা (নেত্রকোণা) ও কাৎলাসেন মাদ্রাসায় পড়েন (ময়মনসিংহ)। কাৎলাসেন মাদ্রাসা থেকে ১৯৫০ খ্রিষ্টাব্দের আলিম ১ম শ্রেণিতে অষ্টম স্থান অধিকার করেন। ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ১৯৫২ সালে জামাতে উলা (ফাজিল) ১ম শ্রেণিতে তৃতীয় স্থান ও ১৯৫৪ খ্রিষ্টাব্দে এম. এ (কামিল) ১ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর তিনি বাংলা মাধ্যমে পড়াশোনা করেন। ১৯৫৫-৫৬ খ্রিষ্টাব্দে তিনি নাসিরাবাদ ইন্টারমিডিয়েট কলেজ (ময়মনসিংহ) থেকে আই. এ ১ম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে বাংলায় ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ বাংলায় (অনার্স) ২য় শ্রেণিতে পঞ্চম ও ১৯৬০ খ্রিষ্টাব্দে এম. এ. বাংলা ২য় শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। সামরিক শিক্ষা (ইউ ও টি সি) ২০ দিনের মিলিটারি ট্রেনিং, বার্ষিক ক্যাম্প, ময়নামতি, কুমিল্লা (১৯৫৩) হাই মাদ্রাসা শিক্ষা অঙ্ক ও ইংরেজি বিষয়ে পরীক্ষা (১৯৫৫) দেন।[তথ্যসূত্র প্রয়োজন]

কর্ম জীবন

আত্মীয় স্বজনের বাড়ীতে রাখাল তিনি ৩ বছর ধরে রাখাল (১৯৪২-৪৫) ছিলেন। তারপর ধানীখোলা বাজার, ঈদগাহ্‌ মাঠ মসজিদের ইমাম ছিলেন। তিনি ১৯৫৫ খ্রিষ্টাব্দে ধানীখোলা হাই মাদ্রাসার শিক্ষক ছিলেন। এরপর তিনি ড. মুঃ শহীদুল্লার সম্পাদনা সহকারী, পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্প ও পান্ডুলিপি ও সংকলন বিভাগ, বাংলা একাডেমীতে (১৯৬১-৬৮) কাজ করেন। বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ (১৯৬৮-৯১) যুক্ত ছিলেন।

সাহিত্য কর্ম

অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী’র সাহিত্য কর্ম বিশাল। তার মৌলিক রচনার পাশাপাশি অনুবাদ ও সম্পাদনার পরিমাণ বিশাল।

প্রবন্ধ

  • আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস, বাংলা একাডেমী,
  • সাহিত্য ও ঐতিহ্য (মুক্তধারা),
  • ইসলাম ও আমেরিকা, জাতীয় সাহিত্য প্রকাশনী,
  • আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলাম,
  • আসামীর কাঠগড়ায়;
  • পিতৃভাষা,
  • ঐতিহ্য অন্বেষা

এছাড়া সম্পাদকীয় উপ-সম্পাদকীয় প্রবন্ধ হলোঃ আজকের বাংলাদেশ (অক্টোবর’৮৫ - জুন’৮৬), সপ্তাহে ৪টি, স্বনামে ও ছদ্মনামে, সাপ্তাহিক ময়মনসিংহ বার্তা, জেলা বোর্ড (১৯৭৮-৮৮)। এছাড়াও অসংখ্য প্রবন্ধ অগ্রন্থিত আকারে পত্র-পত্রিকা, সাময়িকী ও সংকলনে প্রকাশিত এবং অসংখ্য অপ্রকাশিত অরক্ষিত রয়েছে।

জীবনী ও আত্মজীবিনী

  • ছোটদের দুদুমিয়া,
  • ছোটদের বঙ্গবন্ধু (শিশু একাডেমী১৯৯০)।
  • যখন একাকী,
  • দিনলিপি (১লা জৈষ্ঠ্য ১০ চৈত্র ১৩৮০),
  • সিন্ধুর এক বিন্দু,
  • শিক্ষা ও কর্ম জীবন, দুই খন্ড (১৯৮৩-৯০)।

উপন্যাস

  • ষষ্ঠীমায়া (সেমেটিক মিথলজী ভিত্তিক রচনা, শুরু ১৯৭৯ অসম্পূর্ণ)
  • স্বর্গীয় অশ্রু (১৩৮০),
  • পুত্রোৎসর্গ (১৩৮১),
  • মহাপ্লাবন,
  • চন্দ্রাতপ(১৩৮৩) এগুলো তার সেমেটিক মিথলজী ভিত্তিক রচনা।

গল্প ও গল্প সংকলন

  • শ্রী গোলের আত্মকাহিনী প্রথম গদ্য রচনা (১৯৪৩),
  • লেখার দোকান,
  • কালকেতু উপাখ্যান,
  • কারূণের উট,
  • শাদ্দাদের বেহেস্ত,
  • কাল নাগিনী,
  • কোরবাণী,
  • দুর্ভিক্ষ,
  • কল্পনা ও বাস্তব,
  • এক যে ছিল কুল গাছ,
  • একুশের কড়চা,
  • কান্না,
  • শয়তানের দোকন,
  • জ্ঞানের ঘাট,
  • বাঁশী,
  • জায়দার বাপের বেহেস্ত,
  • হজ্জ্ব,
  • অভিনেত্রী,
  • ভাগ্যরেখা,
  • রক্ত চোষার ফরিয়াদ,
  • থার্ড ক্লাশ,
  • বিসমিল্লাহ,
  • বিশ্বাসঘাতকতা,
  • সাধু,
  • দাদা ইত্যাদি।

গল্প সংকলন

  • আদি,
  • অভিসার,
  • নরম গরম,
  • দুই ভাই,
  • দুই বোন,
  • দুই মা,
  • দুই বন্ধু,
  • গল্প শুনো ,
  • মেঘলা রাতের কাব্য,
  • বুড়া ঘুমালো পাড়া জুরালো,
  • তিন দিন তিন রাত প্রভৃতি।

নাটক

  • টুপিচোর,
  • আমাদের দেশ (নাটিকা),
  • গাধার কলজে,
  • সাতটি নক্‌শা,
  • সাপের ছোবল,
  • উটের মাংস,
  • শিয়ালের সাফাই, নাটিকা
  • সবুজ পাতা
  • ক্ষুধিত সিংহাসন,
  • হেমলক (নাটিকা), শেষের তিনটি শিশুতোষ নাটক।

উপন্যাস

  • প্রদীপের নিচে মুক্তিযুদ্ধ ভিত্তিক (রচনা শুরু ১৯৮৩ - অসম্পূর্ণ)
  • দেব না জানন্তি নাগরিক উপন্যাস (১৯৮৫),
  • রূপ ও রূপা পারিবারিক উপন্যাস (অসম্পূর্ণ)।
  • সংলাপ সম্পূর্ণ সংলাপে রচিত (১৯৯১)
  • কামিনী উপাখ্যান

কবিতা ও কবিতা সংকলন

  • খেয়ালের ঝুলি,
  • দুর্ঘটনা,
  • উটকোর জিভ,
  • বাদশাজাদা ও গল্পিকা (কিশোর কবিতা সংকলন),
  • মানুষ (১২টি সনেটের সংকলন)।

ছড়া

  • গোবদা সাধুর কোর্তা (৩৮টি ছড়ার সংকলন),
  • ওলোট পালট,
  • আগডুম বাগডুম (ছড়া সংকলন) (১৩৯৭)।

গান

  • গান (২৫টি গানের সংকলন),
  • গানের খাতা (৪০টি গানের সংকলন)।

অনুবাদ

  • কালিলা ও দিমনা (বাংলা একাডেমী-১৯৬৫),
  • হেজাজের সওগাত,
  • মুঝে ভি শেকায়েত নেহী (জাতীয় গ্রন্থ কেন্দ্র, ঢাকা-১৯৬৫),
  • ভেজাল নাটক (নাসিরাবাদ কলেজ বার্ষিকীতে প্রকাশিত-১৯৭৮),
  • আল-মুকাদ্দিমা (দুই খণ্ডে বাংলা একাডেমী প্রকাশিত ১৯৮১-৮২),
  • তারিখ-ই-ফিরোজশাহী (বাংলা একাডেমী প্রকাশিত ১৯৮২),
  • তোহ্‌ফা,
  • ফতেহাবাদের আউলিয়া কাহিনী,
  • অশাস্ত্রীয় পুরাণ,
  • শব্দার্শ অধ্যায়ন,
  • আমার অভিযোগ এগুলো বাংলা একাডেমী থেকে প্রকাশিত প্রকাশিত হয়। এছাড়া
  • চাটনী,
  • ফিরনী,
  • করিমা,
  • রূপকথা,
  • দোলনা থেকে কবর
  • পথের সাথী
  • হাদিস সংকলন,
  • ইসলামের গৌরব ও লজ্জা,
  • দ্বিপদ ১০১টি কবিতার সংকলন,
  • অজানা দ্বীপের কাহিনী (অসম্পূর্ণ)।

সম্পাদনা

  • পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্প (১৯৬১-৬৮),
  • পদ্মাবতী, আলাওল, বাংলা একাডেমী (১৯৬৫),
  • তোহফা, আলাওল, বাংলা একাডেমী (১৯৭৫) ও
  • সাপ্তাহিক ময়মনসিংহ বার্তা সম্পাদনা করেন।

অন্যান্য

  • নেংটির সংসার সদা সত্য কথা বলিব,
  • মীরজাফর,
  • বিড়ালের ডাক,
  • গরুর শিং এগুলো তাঁর রস রচনা সংকলন।
  • সবুজ ঘাসের দেশে (টি.ভি. কাহিনী চিত্র),
  • লেখার খাতা(বিবিধ বিষয়ের সংকলন)
  • ফার্সি - বাংলা অভিধান (অসম্পূর্ণ)।

সামদানী কোরায়শীর উদ্ধৃতি

প্রাপ্ত পুরস্কার

  • কুমারদী মাদ্রাসা সাহিত্য পুরস্কার (১৯৫০)
  • এম.এ. কামিল পরীক্ষায় স্বর্ণপদক (১৯৫৪)
  • আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার (১৯৮৭)
  • অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার (১৯৯০)
  • স্বাধীনতা পুরস্কার (২০১৭)

সাংগঠনিক কর্মকাণ্ড

অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী অসংখ্য রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

তার মধ্যে তিনি সভাপতি হিসেবে-

  • বঙ্গবন্ধু পরিষদ,
  • ময়মনসিংহ সাহিত্য পরিষদ,
  • আকুয়া জুনিয়র হাই স্কুল কমিটি,
  • আকুয়া প্রাইমারি স্কুল ম্যানেজিং কমিটি,
  • বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ময়মনসিংহ শাখা (১৯৮৪-৯১)
  • উজিরাবাদ সমবায় সমিতি,
  • আকুয়া পৌর কবরখানা, ময়মনসিংহ

ও সহ-সভাপতি হিসেব-

  • ময়মনসিংহ প্রেস ক্লাব,
  • উদীচী শিল্পী গোষ্ঠী (ময়মনসিংহ)

এবং সাধারণ সম্পাদক হিসেবে-

  • মাদ্রাসায়ে আলীয়া,
  • বাংলা সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৫৮),
  • বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (১৯৮৪-৯১) দায়িত্বে ছিলেন।

এছাড়া তিনি বিভিন্ন সংগঠনের আহ্বায়ক, উপদেষ্টা ও সদস্য ছিলেন। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, সিনেট (১৯৮২-৮৫, ১৯৮৭-৮৮) সদস্য, বাংলা একাডেমীর (নং ৪৪৫) আজীবন সদস্য ছিলেন।

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!