বেকেসি ১৮৯৯ সালের ৩ জুন হাঙ্গেরি রাজ্যেরবুদাপেস্টে জন্ম গ্রহণ করেন। তার পিতা স্যান্ডোর বেকেসি ছিলেন একজন অর্থনৈতিক কূটনীতিক। তার মায়ের নাম পাওলা মাজালি। তিনি ছিলেন পরিবারের তিন সন্তানের মধ্যে প্রথম (গিওর্গি ১৮৯৯, লোলা ১৯০১ এবং মিকলস ১৯০৩)।
গবেষণা কর্ম
শব্দ তরঙ্গ ভিতরের কানে কীভাবে প্রবিষ্ট হয় তা আমাদের নিকট সহজবোধ্য করার ক্ষেত্রে বেকেসি বিশেষ অবদান রেখেছেন। তিনি ককলিয়া আংশিকভাবে অক্ষত রেখে মানুষের মৃতদেহের ভেতরের কানের ব্যবচ্ছেদ করার জন্য একটি পদ্ধতি তৈরি করেছিলেন।
Nobelprize.org-এ গিওর্গ ভন বেকেসি(ইংরেজি) including the Nobel Lecture, December 11, 1961 Concerning the Pleasures of Observing, and the Mechanics of the Inner Ear