গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়বাংলাদেশেরনরসিংদী জেলা শহরের পশ্চিম প্রান্তে পলাশ উপজেলার দক্ষিণ পূর্ব প্রান্তে জিনারদী রেলওয়ে স্টেশন সংলগ্ন গয়েশপুর গ্রামের খোলা মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা। ১৯৪৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশ বিভাগের পূর্বে সর্বশেষ স্বীকৃত অনুমোদন প্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয় এটি[১][২]।
গয়েশপুর পরগনার বিশিষ্ট জমিদার বাবু প্রকাশ চৌধূরী তাঁর স্বর্গীয় দাদা বাবু পদ্মলোচন চৌধূরীর নামানুসারে ১৯৩৩ইং সালে গয়েশপুর বাড়ারচর মৌজায় মাইনর বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করেন। যা ১৯৪৭ ইং সালে মাধ্যমিক বিদ্যালয় রূপে আত্মপ্রকাশ ঘটে। ১৯৪৭ সালের ১৩ আগষ্ট কলকাতা বিশ্ববিদ্যালয় হতে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে[৩][৪]।