গন্ডালু হল বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র যা চারজন মেয়েকে নিয়ে তৈরী। বাংলা সাহিত্যে কাল্পনিক গোয়েন্দা চরিত্র গুলির অন্যতম গন্ডালুর সৃষ্টিকর্তা লেখিকা নলিনী দাশ।[১] গন্ডালুর কাহিনী নিয়মিত প্রকাশিত হত সন্দেশ পত্রিকায়। চিত্রাঙ্কন করতেন সত্যজিৎ রায়।[২]
চরিত্র
চারটি মেয়েকে নিয়ে গন্ডালু গোয়েন্দা দলের সৃষ্টি। কালু (কাকলি চক্রবর্তী), বুলু (বুলবুলি সেন), মালু (মালবিকা মজুমদার) এবং টুলু (টুলু বোস) এই চার বন্ধু পশিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্তের কাছাকাছি এক কাল্পনিক শহরের একটি হোস্টেলে থাকে। এদের প্রধান কাকলি সবচেয়ে বুদ্ধিমতী। তারা যেখানেই বেড়াতে যায় একটা করে রহস্য সামনে উপস্থিত হয় আর তার সমাধানে ঝাঁপিয়ে পড়ে গন্ডালু। ছেলেধরা, ডাকাত, চোরাকারবারী আর অপরাধীদের বুদ্ধির জোরে পরাস্ত করে তারা। তাদের গোয়েন্দাগিরি দেখে বন্ধুরা তাদের নাম দেয় গোয়েন্দা গন্ডালু। টুলু এই গল্পগুলির কথক।[৩]
কাহিনী
- গোয়েন্দা গন্ডালু
- জমিদারবাড়ির রহস্য
- নিখিল বঙ্গ কবিতা সংঘ
- গুন্ডা ও গন্ডালু
- রানি রূপমতীর রহস্য
- সোনার খনির রহস্য
- টাওয়ার হিলের রহস্য
- তিব্বতী গুহার ভূত
- হাতিঘিসার হানাবাড়ি
- নন্দনকাননে রহস্য
- তপোবন রহস্য
- অলৌকিক বুদ্ধমূর্তি রহস্য
- নীলাঞ্জনার দুর্ভোগ
- অভিশপ্ত রাজবাড়ি
- রঙ্গনগড়ের রহস্য
- গন্ডালু ও হিড়িম্বাদেবীর রহস্য
- ঝাউতলার ভূত
- কলকাতায় গণ্ডালু
- নন্দিনী নিরুদ্দেশ
- মাউন্ট আবুর রহস্য
- ডন পেরেরার দ্বীপ
- রঙ্গন পাহাড়ের রহস্য
- দেওদারগঞ্জের ভূত
- গুপ্তাসাহেবের গুপ্তধন
- সিমলার মামলা
- সামলে চলো গণ্ডালু
- কাঞ্চনপুরের রাজবাড়ি
- শিখর রহস্য
তথ্যসূত্র