খলনায়ক (১৯৯৩-এর চলচ্চিত্র)

খলনায়ক
খলনায়ক চলচ্চিত্রের পোস্টার
Khalnayak
পরিচালকসুভাষ ঘাই
প্রযোজক
  • সুভাষ ঘাই
  • অশোক ঘাই
রচয়িতা
  • সুভাষ ঘাই
  • রাম কেলকর
  • কমলেশ পাণ্ডে
শ্রেষ্ঠাংশে
সুরকারলক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল
চিত্রগ্রাহকঅশোক মেহতা
সম্পাদকবামান ভোঁসলে
পরিবেশকমুক্তা আর্টস লিমিটেড
মুক্তি৬ আগস্ট ১৯৯৩
স্থিতিকাল১৯১ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়₹৪১.৫ কোটি[]

খলনায়ক (হিন্দি: खलनायक) হল সুভাষ ঘাই প্রযোজিত ও পরিচালিত ১৯৯৩ সালের ভারতীয় হিন্দি ভাষার মারপিঠধর্মী উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন সুভাষ ঘাই, রাম কেলকর ও কমলেশ পাণ্ডে। ছবিতে সন্ত্রাসী বাল্লুকে ধরতে ইন্সপেক্টর রাম ও তাঁর প্রেমিকা ইন্সপেক্টর গঙ্গার প্রচেষ্টা চিত্রিত হয়েছে। এতে প্রধান তিনটি ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফমাধুরী দীক্ষিত[]

চলচ্চিত্রটি ১৯৯৩ সালের ৬ আগস্ট ভারতে মুক্তি পায়। এটি সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল[] এবং ১৯৯০-এর দশকের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র ছিল। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ দশটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী ও নৃত্য পরিচালক বিভাগে দুটি পুরস্কার অর্জন করে।[]

কুশীলব

সঙ্গীত

চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল এবং গীত রচনা করেছেন আনন্দ বকশী

গানের তালিকা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."আজা সাজন আজা"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালঅলকা ইয়াগনিক 
২."পালকি ম্যাঁয় হোকে সাওয়ার চালি রে"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালঅলকা ইয়াগনিক 
৩."অ্যায়সে তেরি ইয়াদ আতি হ্যায়"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালঅলকা ইয়াগনিক ও মোহাম্মদ আজিজ 
৪."চোলি কে পিচে ক্যায়া হ্যায় (নারী)"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালঅলকা ইয়াগনিক ও ইলা অরুণ 
৫."চোলি কে পিচে ক্যায়া হ্যায় (পুরুষ)"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালবিনোদ রাঠোড় 
৬."দের সে আনা জলদি জানা"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালঅলকা ইয়াগনিক ও মনহর উদাস 
৭."নায়ক নহী খলনায়ক হুঁ ম্যাঁয়"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালকবিতা কৃষ্ণমূর্তি ও বিনোদ রাঠোড় 
৮."নায়ক নহী খলনায়ক হুঁ ম্যাঁয়"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালইলা অরুণ ও কবিতা কৃষ্ণমূর্তি 
৯."ও মা তুঝে সালাম"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালজগজিৎ সিং 

পুরস্কার ও মনোনয়ন

ফিল্মফেয়ার পুরস্কার

পুনর্নির্মাণ

চলচ্চিত্রটি তেলুগু ভাষায় খিলাড়ি নাম্বার ওয়ান নামে পুনর্নির্মিত হয়। এতে সঞ্জয় দত্তের ভূমিকায় বিনোদ কুমার, মাধুরী দীক্ষিতের ভূমিকায় সুকন্যা ও জ্যাকি শ্রফের ভূমিকায় রাঘুমান অভিনয় করেন। এছাড়া তিনি নিজেই এর একটি পুনর্নির্মাণ তৈরির সিদ্ধান্ত নেন।[]

তথ্যসূত্র

  1. "Box Office 1993"। বক্স অফিস ইন্ডিয়া। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  2. ভট্টাচার্য, রস্মিলা (২৬ জানুয়ারি ২০১৬)। "IN FOCUS: WHEN THE BAD GUY RULED THE BOX-OFFICE"মুম্বই মিরর। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  3. "Subhash Ghai confirms he is remaking Sanjay Dutt's Khalnayak"ডেকান ক্রনিকল। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!