কৃষ্ণা

কৃষ্ণা হল বাংলা সাহিত্যের অন্যতম গোয়েন্দা চরিত্র। কৃষ্ণা চরিত্রের স্রষ্টা বাঙালি সাহিত্যিক প্রভাবতী দেবী সরস্বতী[] বাংলা সাহিত্যের প্রথম মহিলা গোয়েন্দা হিসাবে কৃষ্ণার নাম করা যায়। কৃষ্ণা সিরিজ এত জনপ্রিয় ছিল যে দেব সাহিত্য কুটীরের প্রহেলিকাকাঞ্চনজঙ্ঘা সিরিজের গল্পগুলি প্রকাশের পর আলাভাবে লেখিকাকে ‘কৃষ্ণা’ সিরিজ লিখতে হয়। মোট এগারোটি উপন্যাস লেখা হয় কৃষ্ণাকে নিয়ে।[][]

চরিত্র

কৃষ্ণা বাংলা সাহিত্যের প্রথম মেয়ে গোয়েন্দা চরিত্র হিসেবে স্বীকৃত। সে বুদ্ধিমতী, সাহসী। শুকতারা পত্রিকার বিজ্ঞাপনে লেখা হয়েছিল আকস্মিক বিপদে পড়ে শুধু উপস্থিত বুদ্ধির জোরে কেমন করে উদ্ধার পেতে পারেন মেয়েরা, তার আভাস ইঙ্গিত দেওয়া আছে কৃষ্ণার গল্পে। গোয়েন্দা কৃষ্ণা একটি আত্মপ্রত্যয়ী নারীচরিত্র।[]

তথ্যসূত্র

  1. "বিস্মৃত এক সরস্বতী"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৭ 
  2. "কলকাতার কড়চা: প্রভাবতীর দুই গোয়েন্দা"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৭ 
  3. bartamanpatrika.com https://bartamanpatrika.com/detailNews.php?cID=30&nID=210386&nPID=20200205। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৭  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!