কুনাল গোস্বামী |
---|
জন্ম | (1971-11-24) ২৪ নভেম্বর ১৯৭১ (বয়স ৫৩) |
---|
জাতীয়তা | ভারতীয় |
---|
পেশা | অভিনেতা, ব্যবসায়ী |
---|
কুনাল গোস্বামী হলেন একজন ভারতীয় অভিনেতা ও ব্যবসায়ী যাকে বড়পর্দা ও ছোটপর্দায় অভিনয় করতে দেখা গিয়েছে।
জীবনী
কুনাল গোস্বামী ১৯৭১ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মনোজ কুমার ও মায়ের নাম শশী গোস্বামী।
ক্রান্তি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তার।[১] ১৯৮৩ সালে তাকে দেখা গিয়েছিল ঘুঙরু চলচ্চিত্রে।[২] ১৯৮৩ সালে তার অভিনীত চলচ্চিত্র কালাকার মুক্তি পেয়েছিল।[৩] চলচ্চিত্রটিতে তিনি শ্রীদেবীর বিপরীতে অভিনয় করেছিলেন। এছাড়া, ১৯৮৩ সালে দো গুলাব চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি।[৪] ১৯৮৬ সালে তার অভিনীত চলচ্চিত্র রিকি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।[৫]
১৯৮৯ সালে তাকে দেখা গিয়েছিল আখরি বাজি চলচ্চিত্রে।[৬] ১৯৯০ সালে তার অভিনীত চলচ্চিত্র পাপ কি কামাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।[৭] ১৯৯১ সালে তাকে নম্বরি আদমি ও বিষকন্যা চলচ্চিত্রে দেখা গিয়েছিল।[৮][৯] ১৯৯৯ সালে তার অভিনীত চলচ্চিত্র জয় হিন্দ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।[১০] চলচ্চিত্রটি তার বাবা মনোজ কুমার পরিচালনা করেছিলেন।[১১][১২]
কুনাল গোস্বামী অভিনীত চলচ্চিত্রগুলো ভালো ব্যবসা করতে না পারার দরুন তিনি বলিউডে শক্ত অবস্থান তৈরি করতে পারেন নি। বড় পর্দার বাইরে রুপালি পর্দায় তিনি আলাগ আলাগ শিরোনামের একটি টিভি ধারাবাহিকে অভিনয় করেছিলেন।[১৩] টিভি ধারাবাহিকটি ডিডি ন্যাশনাল সম্প্রচার করেছিল। ২০০৫ সালে তিনি ঋতু গোস্বামীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি বর্তমানে দিল্লিতে রেস্টুরেন্ট ব্যবসায় নিয়োজিত আছেন।[১][১৪] ২০১৯ সালে সংবাদ প্রকাশ হয়েছিল যে, তিনি অনলাইনে প্রতারণার শিকার হয়ে ৯,০০০ রুপি হারিয়েছেন।[১৫][১৬]
চলচ্চিত্র তালিকা
চলচ্চিত্র
টেলিভিশন
তথ্যসূত্র
বহিঃসংযোগ