কালিনিনগ্রাদ স্টেডিয়াম

কালিনিনগ্রাদ স্টেডিয়াম
Стадион Калининград
মানচিত্র
অবস্থানকালিনিনগ্রাদ, রাশিয়া
স্থানাঙ্ক৫৪°৪১′৫৩″ উত্তর ২০°৩২′০২″ পূর্ব / ৫৪.৬৯৮০৬° উত্তর ২০.৫৩৩৮৯° পূর্ব / 54.69806; 20.53389
ধারণক্ষমতা৩৫,২১২
নির্মাণ
কপর্দকহীন মাঠ২০১৫
নির্মিত2016–2018
চালু১২ মে ২০১৮; ৬ বছর আগে (2018-05-12)
নির্মাণ ব্যয় 257 million
ভাড়াটে
FC Baltika Kaliningrad (2018–present)

রাশিয়ার কালিনিনগ্রাদে ২০১৮ সালের বিশ্বকাপের জন্য ৩৫,২১২ ধারণ ক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়াম প্রস্তুত করা হয়।অবশ্য বিশ্বকাপের পর ধারণ ক্ষমতা কমিয়ে ২৫,০০০ এ নামিয়ে আনা হবে। এই স্টেডিয়ামকে এরিনা বালটিকা নামেও ডাকা হয়। ২০১৬-১৮ সালব্যাপী নির্মাণ কাজ শেষ করে ২০১৮ সালের ২২ মার্চ এই স্টেডিয়ামের উদ্বোধন করা হয়। ২০১৮ সালের বিশ্বকাপের কিছু ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।    

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!